ভারতে TikTok ব্যান হওয়ায়, প্রতিদিন বিপুল ক্ষতি কোম্পানীর, কত জানেন?
Admin - April 24, 2019 -
Social Tech, TikTok, ট্রেন্ডিং সোশ্যাল টেক, ব্রেকিং নিউজ
ভারতে TikTok ব্যান হওয়ায়, প্রতিদিন বিপুল ক্ষতি কোম্পানীর, কত জানেন?
Today Bengali News : মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে ভারতে TikTok বন্ধ হওয়ায় প্রতিদিন বিপুল পরিমান ক্ষতির সন্মুখে পড়ল TikTok কোম্পানী Beijing Bytedance Technology Co. কোম্পানী জানিয়েছে, ভারতে TikTok বন্ধ হওয়ায় তাদের প্রতিদিন ৫ লক্ষ মার্কিন ডলার ( প্রায় ৩.৫ কোটি) টাকা ক্ষতি হচ্ছে এবং এই সিদ্ধান্তে গোটা দেশে ২৫০ কর্মচারীর চাকরি হীন হতে চলেছে।
বর্তমান সময়ে TikTok এক জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং প্লার্টফর্ম। যেখানে ইউজার রা স্পেশাল এফেক্টস এর মাধ্যমে ভিডিও তৈরী করে। এবং সেখান থেকে টাকা ও ইনকাম করা যায়। সারা ভারতে ৩০ কোটি TikTok ইউজার এবং সারা বিশ্বে ১০০ কোটি মানুষ TikTok App ডাউনলোড করেছে।
গত সপ্তাহে আদালতে নির্দিশে Google তাদের Play Store থেকে এবং Amazon তাদের App Store থেকে TikTok অ্যাপ টি সরিয়ে দেয়। এই ঘটনার পর থেকেই, TikTok এর জনপ্রিয়তা কমতে শুরু করে এবং প্রতিদিন ১০ লাখ ইউজার TikTok ব্যবহার বন্ধ করতে শুরু করেছে। ফলে বিপুল পরিমান ক্ষতির সন্মুখে TikTok ডেভেলপার কোম্পানী। তারা সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছে, TikTok কে আবার ফিরিয়ে আনার জন্যে।
বি:দ্র : শেয়ার করে দিন বন্ধুদের সাথে নীচের শেয়ার বাটনে ক্লিক করে।
Today Bengali News : মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে ভারতে TikTok বন্ধ হওয়ায় প্রতিদিন বিপুল পরিমান ক্ষতির সন্মুখে পড়ল TikTok কোম্পানী Beijing Bytedance Technology Co. কোম্পানী জানিয়েছে, ভারতে TikTok বন্ধ হওয়ায় তাদের প্রতিদিন ৫ লক্ষ মার্কিন ডলার ( প্রায় ৩.৫ কোটি) টাকা ক্ষতি হচ্ছে এবং এই সিদ্ধান্তে গোটা দেশে ২৫০ কর্মচারীর চাকরি হীন হতে চলেছে।
বর্তমান সময়ে TikTok এক জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং প্লার্টফর্ম। যেখানে ইউজার রা স্পেশাল এফেক্টস এর মাধ্যমে ভিডিও তৈরী করে। এবং সেখান থেকে টাকা ও ইনকাম করা যায়। সারা ভারতে ৩০ কোটি TikTok ইউজার এবং সারা বিশ্বে ১০০ কোটি মানুষ TikTok App ডাউনলোড করেছে।
গত সপ্তাহে আদালতে নির্দিশে Google তাদের Play Store থেকে এবং Amazon তাদের App Store থেকে TikTok অ্যাপ টি সরিয়ে দেয়। এই ঘটনার পর থেকেই, TikTok এর জনপ্রিয়তা কমতে শুরু করে এবং প্রতিদিন ১০ লাখ ইউজার TikTok ব্যবহার বন্ধ করতে শুরু করেছে। ফলে বিপুল পরিমান ক্ষতির সন্মুখে TikTok ডেভেলপার কোম্পানী। তারা সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছে, TikTok কে আবার ফিরিয়ে আনার জন্যে।
বি:দ্র : শেয়ার করে দিন বন্ধুদের সাথে নীচের শেয়ার বাটনে ক্লিক করে।
![](https://4.bp.blogspot.com/-EW5M1UMXRfQ/WsTldeXnDeI/AAAAAAAAFwg/5vP3RVfUo14wJ8gZtDrOdr4ORbkIjYAKgCLcBGAs/s60/iris-tips-cmt-2.png)