Skip to main content

Today Bengali News - Morning News Headline 10.04.2019 | সেরা হেডলাইন

Today Bengali News - Morning News Headline 10.04.2019 | সেরা হেডলাইন

Today Bengali News ( Trending, Beaking, & Viral)   presents daily Morning News Headline update for you.

Today Bengali News


আমারা জানি,  সকালের ব্যস্থতায়,  আপনি হয়তো, পুরো সংবাদ পড়তে পড়তে পারেন না,  হেডলাইনে এক নজর চোখ বুলিয়ে নেন। তাই Today Bengali News সকালের সেরা হেডলাইন গুলো  প্রতিদিন আপনার কাছে পৌঁছে দেবে।

কিভাবে প্রতিদিন সকালের হেডলাইন পড়বেন?

আপনার ফোনের 'গুগলে' গিয়ে টাইপ করুন  www.todaybengalinews.in  এবং সার্চ বাটনে ক্লিক করুন। তারপর Today Bengali News সাইটে প্রবেশ করো 'Morning Healine News' পড়ে নিন।


দেশের খবর :

  • ছত্রিশগড়ে বিজেপির কনভয়ে নকশাল হানায় ৫ পুলিশ সহ এমএলএ ভীমা মান্ডভী নিহত।
  • কেরালার কংগ্রেস লিডার কে এম মানি ৮৬ বছর বয়েসে মারা গেলেন।
  • জন্মু - কাশ্মীরের কিস্তওয়ারে হাসপাতালে জঙ্গী হামলা, জখম আরএসএস নেতা, মৃত এক নিরাপত্তারক্ষী।
  • মাও হামলায় পিছোবে না ভোট ছত্রিশ গড়ের, দান্তেওয়াড়ায়,  জানাল কমিশন।
  • বিজেপি কখনও বলেনি, প্রত্যেকের ব্যাঙ্কে ১৫ লক্ষ টাকা দেবে : রাজনাথ সিংহ।
  • আগামী কাল রাফালে কেলেঙ্কারির শুনানি হবে সুপ্রিম কোর্টে।

রাজ্যের খবর

  • কোচবিহারের এসপি কেও সরিয়ে দিল নির্বাচন কমিশন।
  • দক্ষিন বঙ্গে, আবার প্রবল ঝড়- বৃষ্টি। কলকাতায় মৃত ১। 
  • সুন্দরবনে মুত্যু হল এক  রয়েল বেঙ্গল টাইগারের। মুত্যু ঘিরে রহস্য।
  • কেন্দ্র থেকে মোদী কে তাড়াতে বড় ভূমিকা নেবে তৃনমূল : মমতা
  • কুম্ভ এক্সপ্রেসে মোদীর ছবি সহ পোস্টার,  কমিশনে নালিশ তৃনমূলের।

বিশ্বের খবর :

  • জল না দিয়ে নির্মম ভাবে শিশু হত্যা, মিউনিখে বিচার শুরু হল আইএস যুদ্ধ অপরাধী তরুনীর।
  • বৈশাখী উদযাপনের জন্যে ২২০০ ভারতীয় কে ভিসা দিল পাকিস্তান।
  • ইয়েমেনের রাজধানী তে বিস্ফোরনে  মুত্যু হল ১৪ স্কুল ছাত্র-ছাত্রীর।
  • নানকানা সাহেব রেল স্টেশন নির্মানের অনুমোদন দিল, পাকিস্তান।

খেলার খবর :

  • কলকাতা কে ৭ উইকেটে হারিয়ে IPL এ শীর্ষে উঠে এল ধোনির চেন্নাই।
  • বিমার টাকা না পেয়ে আদালতের দারস্ত হল,  কলকাতার প্রাক্তন খেলোয়াড় মিচেল স্টার্ক।
  • ভারতীর ফুটবল টিম জুন মাসে থাইল্যন্ডে অনুষ্টিত 'কিংস কাপ' টুর্নামেন্টে অংশ নেবে।
  • ডোপ নেওয়ার জন্যে 'শর্ট পটার ' মনপ্রীত কাউর কে ৪ বছরের জন্যে ব্যান করা হল।
  • মায়ানমারের সাথে ৩-৩ গোলে ড্র করে,  ওলিম্পিক টুর্নামেন্ট কোয়ালিফাইয়ের বাইরে চলে গেল ভারতীয় মহিলা ফুটবল দল।

Comments

Popular posts from this blog

SSC MTS জব প্রোফাইল, স্যালারি, প্রোমোশন, ডিউটি, পোস্টিং ডিটেইলস

SSC MTS জব প্রোফাইল, স্যালারি, প্রোমোশন, ডিউটি, পোস্টিং ডিটেইলস টু'ডে বেঙ্গলি নিউজ : SSC MTS ( মাল্টি টাস্কিং স্টাফ) নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে আজই। মাধ্যমিক যোগ্যতায় কেন্দ্র সরকারের বিভিন্ন অফিসে এই নিয়োগের মাধ্যমে কর্মী নিয়োগ করা হয়। তো অনেকেই জানতে চান, SSC MTS এর কাজ কী? স্যালারি কত? প্রোমোশন আছে কি নেই! কত সময় ডিউটি করতে হয়? ইত্যাদি ইত্যাদি নানা ধরনের প্রশ্ন। আজ সবকিছু নিন্ম লিখিত পোস্টে আলোচনা করা হল - প্রথমেই বলে রাখি, SSC MTS গ্রুপ ডি লেবেলের চাকরী কিন্তু তার মানে এই নয়, আপনাকে রেলের গ্রুপ ডি দের মত কাজ করতে হবে। এর চাকরীর পোস্টিং যেকোনো স্টেটে  অর্থাৎ আপনি ফর্ম ফিলাপের সময় যে রাজ্যে সিলেক্ট করবেন, সেই রাজ্যেই চাকরী হবে। ট্রান্সফার হলে, ঐ রাজ্যের মধ্যেই কোনো অফিসে ট্রান্সফার করা হয়, অন্য রাজ্যে ট্রান্সফার করে পাঠানো হয় না। SSC MTS চাকরীর নির্দিষ্ট কোনো কাজ নেই। যে ডিপার্টমেন্টে আপনার চাকরী হবে সেখানে আপনার পদ অনুযায়ী যে কাজ থাকবে, সেই কাজই আপনাকে দেওয়া হবে। মূলত যারা কম্পিউটার জানে, তাদের কম্পিউটার রিলেটেড কাজ দেওয়া হয়, আর অন্যদের ফাইল ওয়ার্ক, পেপার ওয়ার্ক, টে

স্টেশন মাস্টার জব প্রোফাইল, প্রমোশন, স্যালারি, কাজ, অনান্য সুযোগ ডিটেইলস

স্টেশন মাস্টার জব প্রোফাইল, প্রমোশন, স্যালারি, কাজ, অনান্য সুযোগ ডিটেইলস Today Bengali News :  'স্টেশন মাস্টার' শব্দটি শুনলেই একটি সাদা পোষাকের মানুষ আর প্লাটফর্মের ছবি চোখের সামনে ভেসে ওঠে। ছাত্র- ছাত্রী রা অনেক দিন থেকেই অপেক্ষা করে আছে, কবে স্টেশন মাস্টার পদের ভ্যাকান্সি বের হবে! NTPC 2019 নিয়োগের মাধ্যমে স্টেশন মাস্টার পোস্টে অনেক শূন্যপদে নিয়োগ হবে। এবার জেনে নেই, এই স্টেশন মাস্টার পদের কাজ কি, স্যালারি, প্রমোশন, কাজের সময়, ছুটি কেমন পাওয়া যায়, সব কিছু ডিটেইলস। আগে পোস্ট টি ছিল ASM অর্থাৎ অ্যাসিস্টান্ট স্টেশন মাস্টার। এবছর, রেল বোর্ড সেটি পরিবর্তন করে SM. অর্থাৎ স্টেশন মাস্টার করে দিয়েছে। এক লাইনে যদি স্টেশন মাস্টারের দায়িত্ব  বলতে হয়,  তাহলে কোনো একটি নির্দিষ্ট স্টেশনের সমস্ত দায়িত্ব তার কাঁধে থাকে। প্লার্টফর্মের ট্রেন পাসিং, সিগন্যালিং  তার মূল দায়িত্ব হলেও, যাত্রীদের সুরক্ষা, কোনো ঝামেলা হলে স্টেশনে, অসুস্থতা বিষয়ক সমস্যা, আরও স্টেশনের অনান্য যাবতীয় বিষয়ের সমস্ত বিষয়ের জন্যে তাকে জবাবদিহি দিতে হয়।  অনেক ছোটো স্টেশন আছে, সেখানে স্টেশন মাস্টার কে মাঝে মাঝে, পা

রেল গ্রুপ ডি মেডিকেল পরীক্ষায় ছেলে ও মেয়েদের কী কী টেস্ট হয়?

রেল গ্রুপ ডি মেডিকেল পরীক্ষায় ছেলে ও মেয়েদের কী কী টেস্ট হয়? Today Bengali News : রেলের গ্রুপ ডি নিয়োগের সবথেকে শেষ ধাপ হল মেডিকেল পরীক্ষা।প্রথমেই বলি, রেলের গ্রুপ ডি তে PET অথার্ৎ 'মাঠ' ক্লিয়ার করা মানেই ৯৯% চাকরী পেয়ে যাওয়া যদি আপনার ডকুমেন্টস সব সঠিক থাকে।  গ্রুপ ডি মেডিকেল থেকে বাদ পড়ে খুব কম ঘটনাই আছে। তবে কিছু জিনিষ আপনি খেয়াল না রাখলে, বাদ পড়তে পারেন। অনেকেই প্রশ্ন করেন, আমার চসমা আছে, আমি কি বাদ পড়ব? এই সব কিছু নিয়ে নীচের  পোস্টে রেলের গ্রুপ ডি মেডিকেল টেস্ট  নিয়ে ডিটেইলসে আলোচিত হল - ১। ডিসটান্স ভিসন টেস্ট :   এটি ছেলে ও মেয়েদের ক্ষেত্রে হয়। আপনাকে ৬ মিটার দূরে বসিয়ে, সামনে বোর্ডে বড়, ছোটো হরফে ইংরাজী লেটার থাকবে। সেগুলি আপনাকে পড়তে হবে। এখানে ৬/১২ লেবেলের লেটার গুলো পড়তে পারলেই কোয়ালিফাই করবেন। নীচের ছবিতে লক্ষ্য করুন - ২। নিয়ার ভিসন টেস্ট ( Near Vision Test)   -  এটিও ছেলেদের ও  মেয়েদের ক্ষেত্রে হবে। এখানে আপনার চোখের খুব কাছাকাছি বোর্ডে বড়,  ছোট হরফে ইংরাজী লেটার থাকবে, সেগুলি পড়তে হবে। নীচের ছবিতে লক্ষ্য করুন- ৩। কালার ব্লাইন্ডনেস টেস্