Skip to main content

Today Bengali News - Morning News Headline 13.04.2019 | সেরা হেডলাইন

Today Bengali News - Morning News Headline 13.04.2019 | সেরা হেডলাইন

Today Bengali News ( Trending, Beaking, & Viral)   presents daily Morning News Headline update for you. Today Bengali News 13.04.2019 here. You can read easily Today Bengali News on the internet. Today Bengali News daily update breaking news and Education, Job News for you.

Today Bengali News


আমারা জানি,  সকালের ব্যস্থতায়,  আপনি হয়তো, পুরো সংবাদ পড়তে পড়তে পারেন না,  হেডলাইনে এক নজর চোখ বুলিয়ে নেন। তাই Today Bengali News সকালের সেরা হেডলাইন গুলো  প্রতিদিন আপনার কাছে পৌঁছে দেবে।

কিভাবে প্রতিদিন সকালের হেডলাইন পড়বেন?

আপনার ফোনের 'গুগলে' গিয়ে টাইপ করুন  www.todaybengalinews.in  এবং সার্চ বাটনে ক্লিক করুন। তারপর Today Bengali News সাইটে প্রবেশ করো 'Morning Healine News' পড়ে নিন।

দেশের খবর :

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে সব্বোর্চ নাগরিক সন্মান দিল রাশিয়া। 
  • গো হত্যার অভিযোগে ঝাড়খন্ডে এক আদিবাসী যুবক কে পিটিয়ে খুন করল চার ব্যক্তি।
  • "জয় নিশ্চিত করতে মুসলিম ভোট চাই, অন্যথায় সংখ্যালঘু দের চাকরী হবে না " প্রকাশ্যে বললেন মানেকার।
  • অন্ধ্রপ্রদেশে মিনিবাস ও লরিত মুখোমুখি ধাক্কা, মৃত ৭ জন।
  • ভোটার দের EVM এর উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে, জানালেন চন্দ্রবাবু নাইডু।
  • ভোট দেওয়ার ক্ষেত্রে নতুন ইতিহাস সৃষ্টি করল অন্ধ্রপ্রদেশ। মধ্য রাত অবধি ভোট দিল সাধরন মানুষ।
রাজ্যের খবর

  •  কোচবিহারে আবার ভোটের জন্যে আবেদন জানাল বাম, কংগ্রেস ও বিজেপি।
  • "সেনা কে সামনে রেখে মোদীর মত ভোট চাইব না " : মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বিজেপে প্রার্থী সৌমিত্র খাঁ কে একদিনের জন্যে বিষ্ণুপুরে প্রবেশের অনুমতি দিল সুপ্রিম কোর্ট।
  • রাস্তায় ' চৌকিদার চোর হ্যায়' পোস্টার দেখে মেজাজ হারিয়ে পুলিশশ কে হুশিয়ারি বাবুল সুপ্রিয়র।
  • শিলিগুড়ি তে রাহুলের সভা ঘিরে অনিশ্চয়তা, মিলছে না কপ্টার নামার অনুমতি।
  • "রাম নবমীতে অস্ত্র নিয়ে মিছিল করবে বিজেপি, বাধা দিলে যোগ্য জবাব পাবে প্রশাসন" : দিলীপ ঘোষ।
  • সিউড়ি তে বাস ও বোরোলোর গাড়ির মুখোমুখি সংর্ঘষে মৃত ৭ জন।


বিশ্বের খবর :

  • বাংলাদেশী পরিচালকের ছবি তে অভিনয় করতে চলেছে, নওয়াজ উদ্দীন সিদ্দিকি।
  • পাকিস্তানের কোয়েট্টা তে বিস্ফোরনে মৃত ১৬।
  • প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭।
  • সিঙ্গাপুরে দিওয়ালির বাজি পোড়ানোয় জেল হল এক ভারতীয়র।
  • চাঁদে পৌঁছেও, নামতে গিয়ে চুর্ন হল ইজরায়েলের মহাকাশ যান।

খেলার খবর :

  •  IPL এর গতকালের ইডেনের ম্যাচে শিখর ধাওয়ানের অপরাজিত ৯৭। কলকাতা ৭ উইকেটে হারাল দিল্লী।
  • প্যারা অলিম্পিয়ান দীপা মালিক ২০১৯  স্যর এডমুন্ড হিলারি ফেলোশিপ পাচ্ছেন।
  • IPL এ ক্রিকেটারদের উপর জঙ্গী হামলা হতে পারে, সতর্ক BCCI এর।
  • রয়াল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু তে ফিরছেন ডেল স্টেন।
  • সিঙ্গাপুর ওপেন থেকে ছিটকে গেলেন সাইনা নেওয়াল, সেমি ফাইনালে পি ভি সিন্ধু।
  • একদিনের সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবোয়ে ৪ উইকেটে হারাল সংযুক্ত আরব আমির শাহি কে। 

Comments

Popular posts from this blog

SSC MTS জব প্রোফাইল, স্যালারি, প্রোমোশন, ডিউটি, পোস্টিং ডিটেইলস

SSC MTS জব প্রোফাইল, স্যালারি, প্রোমোশন, ডিউটি, পোস্টিং ডিটেইলস টু'ডে বেঙ্গলি নিউজ : SSC MTS ( মাল্টি টাস্কিং স্টাফ) নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে আজই। মাধ্যমিক যোগ্যতায় কেন্দ্র সরকারের বিভিন্ন অফিসে এই নিয়োগের মাধ্যমে কর্মী নিয়োগ করা হয়। তো অনেকেই জানতে চান, SSC MTS এর কাজ কী? স্যালারি কত? প্রোমোশন আছে কি নেই! কত সময় ডিউটি করতে হয়? ইত্যাদি ইত্যাদি নানা ধরনের প্রশ্ন। আজ সবকিছু নিন্ম লিখিত পোস্টে আলোচনা করা হল - প্রথমেই বলে রাখি, SSC MTS গ্রুপ ডি লেবেলের চাকরী কিন্তু তার মানে এই নয়, আপনাকে রেলের গ্রুপ ডি দের মত কাজ করতে হবে। এর চাকরীর পোস্টিং যেকোনো স্টেটে  অর্থাৎ আপনি ফর্ম ফিলাপের সময় যে রাজ্যে সিলেক্ট করবেন, সেই রাজ্যেই চাকরী হবে। ট্রান্সফার হলে, ঐ রাজ্যের মধ্যেই কোনো অফিসে ট্রান্সফার করা হয়, অন্য রাজ্যে ট্রান্সফার করে পাঠানো হয় না। SSC MTS চাকরীর নির্দিষ্ট কোনো কাজ নেই। যে ডিপার্টমেন্টে আপনার চাকরী হবে সেখানে আপনার পদ অনুযায়ী যে কাজ থাকবে, সেই কাজই আপনাকে দেওয়া হবে। মূলত যারা কম্পিউটার জানে, তাদের কম্পিউটার রিলেটেড কাজ দেওয়া হয়, আর অন্যদের ফাইল ওয়ার্ক, পেপার ওয়ার্ক, টে

স্টেশন মাস্টার জব প্রোফাইল, প্রমোশন, স্যালারি, কাজ, অনান্য সুযোগ ডিটেইলস

স্টেশন মাস্টার জব প্রোফাইল, প্রমোশন, স্যালারি, কাজ, অনান্য সুযোগ ডিটেইলস Today Bengali News :  'স্টেশন মাস্টার' শব্দটি শুনলেই একটি সাদা পোষাকের মানুষ আর প্লাটফর্মের ছবি চোখের সামনে ভেসে ওঠে। ছাত্র- ছাত্রী রা অনেক দিন থেকেই অপেক্ষা করে আছে, কবে স্টেশন মাস্টার পদের ভ্যাকান্সি বের হবে! NTPC 2019 নিয়োগের মাধ্যমে স্টেশন মাস্টার পোস্টে অনেক শূন্যপদে নিয়োগ হবে। এবার জেনে নেই, এই স্টেশন মাস্টার পদের কাজ কি, স্যালারি, প্রমোশন, কাজের সময়, ছুটি কেমন পাওয়া যায়, সব কিছু ডিটেইলস। আগে পোস্ট টি ছিল ASM অর্থাৎ অ্যাসিস্টান্ট স্টেশন মাস্টার। এবছর, রেল বোর্ড সেটি পরিবর্তন করে SM. অর্থাৎ স্টেশন মাস্টার করে দিয়েছে। এক লাইনে যদি স্টেশন মাস্টারের দায়িত্ব  বলতে হয়,  তাহলে কোনো একটি নির্দিষ্ট স্টেশনের সমস্ত দায়িত্ব তার কাঁধে থাকে। প্লার্টফর্মের ট্রেন পাসিং, সিগন্যালিং  তার মূল দায়িত্ব হলেও, যাত্রীদের সুরক্ষা, কোনো ঝামেলা হলে স্টেশনে, অসুস্থতা বিষয়ক সমস্যা, আরও স্টেশনের অনান্য যাবতীয় বিষয়ের সমস্ত বিষয়ের জন্যে তাকে জবাবদিহি দিতে হয়।  অনেক ছোটো স্টেশন আছে, সেখানে স্টেশন মাস্টার কে মাঝে মাঝে, পা

রেল গ্রুপ ডি মেডিকেল পরীক্ষায় ছেলে ও মেয়েদের কী কী টেস্ট হয়?

রেল গ্রুপ ডি মেডিকেল পরীক্ষায় ছেলে ও মেয়েদের কী কী টেস্ট হয়? Today Bengali News : রেলের গ্রুপ ডি নিয়োগের সবথেকে শেষ ধাপ হল মেডিকেল পরীক্ষা।প্রথমেই বলি, রেলের গ্রুপ ডি তে PET অথার্ৎ 'মাঠ' ক্লিয়ার করা মানেই ৯৯% চাকরী পেয়ে যাওয়া যদি আপনার ডকুমেন্টস সব সঠিক থাকে।  গ্রুপ ডি মেডিকেল থেকে বাদ পড়ে খুব কম ঘটনাই আছে। তবে কিছু জিনিষ আপনি খেয়াল না রাখলে, বাদ পড়তে পারেন। অনেকেই প্রশ্ন করেন, আমার চসমা আছে, আমি কি বাদ পড়ব? এই সব কিছু নিয়ে নীচের  পোস্টে রেলের গ্রুপ ডি মেডিকেল টেস্ট  নিয়ে ডিটেইলসে আলোচিত হল - ১। ডিসটান্স ভিসন টেস্ট :   এটি ছেলে ও মেয়েদের ক্ষেত্রে হয়। আপনাকে ৬ মিটার দূরে বসিয়ে, সামনে বোর্ডে বড়, ছোটো হরফে ইংরাজী লেটার থাকবে। সেগুলি আপনাকে পড়তে হবে। এখানে ৬/১২ লেবেলের লেটার গুলো পড়তে পারলেই কোয়ালিফাই করবেন। নীচের ছবিতে লক্ষ্য করুন - ২। নিয়ার ভিসন টেস্ট ( Near Vision Test)   -  এটিও ছেলেদের ও  মেয়েদের ক্ষেত্রে হবে। এখানে আপনার চোখের খুব কাছাকাছি বোর্ডে বড়,  ছোট হরফে ইংরাজী লেটার থাকবে, সেগুলি পড়তে হবে। নীচের ছবিতে লক্ষ্য করুন- ৩। কালার ব্লাইন্ডনেস টেস্