About Me

দু'হাত নেই, তবুও হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম হল ১০ বছরের মেয়ে


দু'হাত নেই, তবুও হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম হল ১০ বছরের মেয়ে


দু'হাত নেই, তবুও হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম হল
 Photo Credit: Twitter


Today Bengali News : কথায় আছে মনের জেদ থাকলে, প্রতিবন্ধকতাকেও হার মানানো যায়। এর ভুরি ভুরি উদাহরন সারা বিশ্ব জুড়ে আছে। সে ছবি আঁকতেও পারে,  মাটির পুতুল ও তৈরী করতে পারে, দুটি ভাষায় লিখতেও পারে।  আর কব্জি থেকে দুটি হাত না থাকার পরেও, ১০ বছরের মেয়েটি সেগুলি সম্ভব করেছে।

USA এর মেরিল্যান্ড ফ্রেডেরিকের সেন্ট জনস রিজিওন্যাল ক্যাথলিক স্কুলের তৃতীয় শ্রেনীর ছাত্রী সারা হিনসেলে,  ২০১৯ টানা হাতের লেখা প্রতিযোগিতায় নিকোলাস ম্যাক্সিম পুরস্কার বিজয়ী হল। প্রতি বছর দু'জন ছাত্র-ছাত্রী কে এই পুরস্কার দেওয়া হয়, মূলত টানা হাতের লেখা ও স্ক্রিপ্ট লেখার জন্য। সারা জানিয়েছে, তার এভাবে লিখতে কোনো অসুবিধায় হয় না। বরং তার খুব সহজ মনে হয়।

হাত না থাকলেও দু'বাহুর মধ্যে পেনসিল চেপে লিখে যায় সারা। তার নজর থাকে অক্ষরের দিকে ও শব্দের দিকে। " আমি পারব না - এই শব্দটি ওকে বলতে শুনি নি, যা অন্যের কাছে অসম্ভব, অন্য কেউ হয়তো চেষ্টাও করবে না, সেটি ও হাসি মুখে করে দেয়। ওর অভিধানে 'না' শব্দটি নেই।" - বলেছিলেন সারার শিক্ষিকা শেরিল চুরিললা।
বি:দ্র: পোস্ট টি শেয়ার করুন নীচের শেয়ার বাটনে ক্লিক করে।


Post a Comment

0 Comments