'চৌকিদার চোর হ্যায়', সুপ্রিম কোর্টে ক্ষমা চাইলেন রাহুল গান্ধী - Today Bengali News
Today Bengali News : জনসভা থেকে সরাসরি প্রধান মন্ত্রীকে চোর বলে আক্রমন করেছিলেন রাহুল গান্ধী [ Rahul Gandhi]। গত বছর ডিসেম্বরে 'রাফালে' প্রসঙ্গে ' চৌকিদার চোর হ্যায়' বলে আক্রমন করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এবং তার পরই সেই কথা, কংগ্রেস সমর্থকদের মুখে মুখে হয়ে যায়।
সুপ্রিম কোর্টে, 'রাফালে' কান্ডের রায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে যায়। এবং তার পরই রাহুল গান্ধী বলেন, ' আমি প্রথমেই বলেছিলাম, চৌকিদার চোর হ্যায়, এবার সুপ্রিম কোর্ট ও মেনে নিল চৌকিদার চোর'।
এই মন্তব্যর পরই আদালত অবমাননার জন্যে তার বিরুদ্ধে মামলা করেন বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি। সুপ্রিম কোর্ট ও স্পর্ষ্ট জানায়, 'তারা কোথাও চৌকিদার চোর হ্যায় লিখি নি'। যার ফলেই রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হয় সুপ্রিম কোর্টে। ক্ষমা চেয়ে তিনি বলেন, ' আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।'
Today Bengali News : জনসভা থেকে সরাসরি প্রধান মন্ত্রীকে চোর বলে আক্রমন করেছিলেন রাহুল গান্ধী [ Rahul Gandhi]। গত বছর ডিসেম্বরে 'রাফালে' প্রসঙ্গে ' চৌকিদার চোর হ্যায়' বলে আক্রমন করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এবং তার পরই সেই কথা, কংগ্রেস সমর্থকদের মুখে মুখে হয়ে যায়।
সুপ্রিম কোর্টে, 'রাফালে' কান্ডের রায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে যায়। এবং তার পরই রাহুল গান্ধী বলেন, ' আমি প্রথমেই বলেছিলাম, চৌকিদার চোর হ্যায়, এবার সুপ্রিম কোর্ট ও মেনে নিল চৌকিদার চোর'।
এই মন্তব্যর পরই আদালত অবমাননার জন্যে তার বিরুদ্ধে মামলা করেন বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি। সুপ্রিম কোর্ট ও স্পর্ষ্ট জানায়, 'তারা কোথাও চৌকিদার চোর হ্যায় লিখি নি'। যার ফলেই রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হয় সুপ্রিম কোর্টে। ক্ষমা চেয়ে তিনি বলেন, ' আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।'
Comments
Post a Comment