দলীয় প্রচার কাজের জন্য ভোটের ডিউটি থেকে ছাড় পেয়েছেন বহু শিক্ষক
Today Bengali News : প্রতি বুথে কেন্দ্রীয় সরকারের দাবিতে একদিকে পথে নেমেছে ভোট [Election] কর্মী, ও তাদের পরিবার পরিজন রা। নিরপত্তা সুনিশ্চিত করতে না পারলে, তারা ভোট গ্রহন করাতে যাবেন না। আবার তেমনি দলীয় প্রচার কাজ করা জন্যে, ভোটের ডিউটি থেকে ছাড় পেয়েছেন রাজ্যের অনেক শিক্ষক।
আরও পড়ুন : ফেসবুক মার্ক জুকারবার্গের নিরাপত্তার জন্যে কত খরচ করে? জানলে অবাক হবেন
গত পঞ্চায়েত ভোটে শিক্ষক রাজকুমার রায়ের মৃত্যুর পর, এবার লোকসভা ভোটটে [Lokshava Election] শুরু থেকেই শিক্ষক দের আন্দোলন দেখা গেছে। 'হতে চাই না, রাজকুমার' এই স্লোগান শোনা গেছে কাকদ্বীপ থেকে কোচবিহার। কিন্তু রবিবার বাঁকুড়ার একটি তালিকা প্রকাশ্যে আসতে জানা যায়, দলীয় প্রচা কাজ করার জন্যে ভোটের ডিউটি থেকে ছাড় পেয়েছে অনেক জন শিক্ষক। তালিকায় দেখা গেছে ২৫০ বেশী শিক্ষক ভোটের ডিউটি থেকে ছাড় পেয়েছে। এর মধ্যে শাসক দলেরই শিক্ষক বেশী। এছাড়া ফরোয়ার্ড ব্লক ও সিপিআইএম এর দলীয় শিক্ষক ও আছেন।
Today Bengali News : প্রতি বুথে কেন্দ্রীয় সরকারের দাবিতে একদিকে পথে নেমেছে ভোট [Election] কর্মী, ও তাদের পরিবার পরিজন রা। নিরপত্তা সুনিশ্চিত করতে না পারলে, তারা ভোট গ্রহন করাতে যাবেন না। আবার তেমনি দলীয় প্রচার কাজ করা জন্যে, ভোটের ডিউটি থেকে ছাড় পেয়েছেন রাজ্যের অনেক শিক্ষক।
আরও পড়ুন : ফেসবুক মার্ক জুকারবার্গের নিরাপত্তার জন্যে কত খরচ করে? জানলে অবাক হবেন
গত পঞ্চায়েত ভোটে শিক্ষক রাজকুমার রায়ের মৃত্যুর পর, এবার লোকসভা ভোটটে [Lokshava Election] শুরু থেকেই শিক্ষক দের আন্দোলন দেখা গেছে। 'হতে চাই না, রাজকুমার' এই স্লোগান শোনা গেছে কাকদ্বীপ থেকে কোচবিহার। কিন্তু রবিবার বাঁকুড়ার একটি তালিকা প্রকাশ্যে আসতে জানা যায়, দলীয় প্রচা কাজ করার জন্যে ভোটের ডিউটি থেকে ছাড় পেয়েছে অনেক জন শিক্ষক। তালিকায় দেখা গেছে ২৫০ বেশী শিক্ষক ভোটের ডিউটি থেকে ছাড় পেয়েছে। এর মধ্যে শাসক দলেরই শিক্ষক বেশী। এছাড়া ফরোয়ার্ড ব্লক ও সিপিআইএম এর দলীয় শিক্ষক ও আছেন।
Comments
Post a Comment