আকাশে উড়ল বিশ্বের সর্ববৃহৎ বিমান, ওজন জানেন?
Admin - April 14, 2019 -
World, টেকনোলজি, ব্রেকিং নিউজ, ব্রেকিং বিশ্ব
আকাশে উড়ল বিশ্বের সর্ববৃহৎ বিমান, ওজন জানেন?
Today Bengali News : আকাশে উড়ল বিশ্বের সবথেকে বড় বিমান [ World's Largest Flight]। শনিবার ক্যালিফোর্নিয়ার মোজাভে থেকে প্রথমবার আকাশে উড়ল Stratolaunch কোম্পানীর নির্মাতা এই বিমান টি।
আরও পড়ুন : আজকের সেরা হেডলাইন গুলি 14.042019
বিমানের দু'টি কাঠামোর সাথে আছে, ৬ টি ইঞ্জিন। ডানার দৈর্ঘ্য ৩৮৫ ফুট। আর ওজন শুনলে তো অবাকই হবেন! বৃহৎ এর বিমানটির ওজন হল ৩,২৬,৮০০ কেজি। মাইক্রোসফ্টের ( Microsoft) সহকারি প্রতিষ্টতা পল অ্যালেন ২০১১ সালে Stratolaunch কোম্পানী প্রতিষ্টা করেন। এই কোম্পানী মূলত রকেট বানায়। সংস্থার দাবি, ওজন যত হোক না কেন, বিমান টি ৩৫ হাজার ফুট উঁচু দিয়ে উড়তে সক্ষম।
দিনের সেরা খবর পেতে ফেসবুকে যুক্ত হন ক্লিক করুন।
Today Bengali News : আকাশে উড়ল বিশ্বের সবথেকে বড় বিমান [ World's Largest Flight]। শনিবার ক্যালিফোর্নিয়ার মোজাভে থেকে প্রথমবার আকাশে উড়ল Stratolaunch কোম্পানীর নির্মাতা এই বিমান টি।
আরও পড়ুন : আজকের সেরা হেডলাইন গুলি 14.042019
বিমানের দু'টি কাঠামোর সাথে আছে, ৬ টি ইঞ্জিন। ডানার দৈর্ঘ্য ৩৮৫ ফুট। আর ওজন শুনলে তো অবাকই হবেন! বৃহৎ এর বিমানটির ওজন হল ৩,২৬,৮০০ কেজি। মাইক্রোসফ্টের ( Microsoft) সহকারি প্রতিষ্টতা পল অ্যালেন ২০১১ সালে Stratolaunch কোম্পানী প্রতিষ্টা করেন। এই কোম্পানী মূলত রকেট বানায়। সংস্থার দাবি, ওজন যত হোক না কেন, বিমান টি ৩৫ হাজার ফুট উঁচু দিয়ে উড়তে সক্ষম।
দিনের সেরা খবর পেতে ফেসবুকে যুক্ত হন ক্লিক করুন।