Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

লাইভ ভিডিও- ভুবনেশ্বর AIMS হোস্টেলের ছাদ উড়ল, 'ফণী' তান্ডবে লন্ডভন্ড ওড়িশা,

Admin - May 03, 2019 - India, দেশের নিউজ, ব্রেকিং নিউজ, ভাইরাল ভিডিও, রাজ্যের নিউজ
 লাইভ ভিডিও- ভুবনেশ্বর AIMS হোস্টেলের ছাদ উড়ল, 'ফণী' তান্ডবে লন্ডভন্ড ওড়িশা, 

ভুবনেশ্বর AIMS হোস্টেলের ছাদ উড়ল


Today Bengali News : আজ সকালেই পুরী তে 'ফনী' [ Fani Cyclone] আছড়ে পড়তেই লন্ডভন্ড করে দিল পুরী সহ ওড়িশার আরও সমস্ত এলাকা। ইতিমধ্যেই ঝড়ের তান্ডবে ৩ জনের মৃত্যু হয়েছে ওড়িশায়। এমনকি ভূবনেশ্বরের AIMS হোস্টেলের ছাদ উড়িয়ে নিয়ে যায়। হোস্টেল কতৃপক্ষ থেকে বলা হয়েছে, সমস্ত রোগীদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এবং স্নাতকোত্তর স্তরের পরীক্ষা বাতিল করা হয়েছে। সারা ওড়িশা ঝুড়ে ঝড়ের তান্ডব, কোথাও গাছ উপড়ে ফেলেছে, কোথাও ইলেক্ট্রিক পোস্ট।

সরকার থেকে সমস্ত রকমের নিরাপত্তার সব্বোর্চ পর্যায়ের ব্যবস্থা করা হয়েছে। এই ঝড়ের তান্ডবে, তিন রাজ্যে তথা, অন্ধপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের [ West Bengal] পাশে থাকার আশ্বাস, সবরকমের সাহয্য করার কথা বলেছেন নরেন্দ্র মোদী সরকার। এনডিআরএফ, বায়ুসেনা, নৌ বাহিনী সবাই কে তৈরী থাকতে বলা হয়েছে, কোনো ভয়ঙ্কর রকমের বিপর্যয় ঘটলে, সঙ্গে সঙ্গে তারা যেন চলে আসে। আবহাওয়া দপ্তরের খবর মধ্য রাতের রাজ্যে আসছে 'ফনী', তাই অনুগ্রহ করে সবার কাছে অনুরোধ, সাবধানে থাকবেন, সেফ জায়গায় থাকবেন।    ওড়িশার ঝড়ের তান্ডবের কিছু লাইভ ভিডিও নীচে দেওয়া হল -