'এক্সিট পোল আসলে গুজব, আমি এক্সিট পোল মানিনা' - মমতা বন্দ্যোপাধ্যায়
Admin - May 19, 2019 -
Loksabha Election 2019, ট্রেন্ডিং লোকসভা ভোট, দেশের নিউজ, ব্রেকিং নিউজ
'এক্সিট পোল আসলে গুজব, আমি এক্সিট পোল মানিনা' - মমতা বন্দ্যোপাধ্যায়
Today Bengali News : লোকসভা ভোট ২০১৯ এর মহাউৎসব শেষ হল আজ। আর শেষ হতেই বিভিন্ন দেশের বড় বড় নিউজ মিডিয়ার দেওয়া তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, বিজেপি আবার একক ক্ষমতায় সরকার গঠন করছে। এবং রাজ্যে ৪২ টি আসনে অবাক করা তথ্য বেরিয়ে এসেছে। এক্সিট পোলের হিসেব বলছে বলছে, তৃনমূল পাচ্ছে ২৮ টি। বিজেটি ১২ টি, কংগ্রেস ২ টি। বিভিন্ন নিউজ মিডায়ার তথ্য দেখলে গড়পড়তা এটাই দাঁড়ায়।
এক্সিট পোলের তথ্যের হিসেবে মমতা বন্ধ্যোপাধ্যায় বলেছেন, ' এক্সিট পোল আসলে গুজব। আমি এক্সিট পোল মানিনা। এটা হাজার হাজার EVM কারচুপির ষড়যন্ত্র'।
এছাড়া, সমস্ত বিরোধী দল গুলোকে এক জোট হওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
Today Bengali News : লোকসভা ভোট ২০১৯ এর মহাউৎসব শেষ হল আজ। আর শেষ হতেই বিভিন্ন দেশের বড় বড় নিউজ মিডিয়ার দেওয়া তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, বিজেপি আবার একক ক্ষমতায় সরকার গঠন করছে। এবং রাজ্যে ৪২ টি আসনে অবাক করা তথ্য বেরিয়ে এসেছে। এক্সিট পোলের হিসেব বলছে বলছে, তৃনমূল পাচ্ছে ২৮ টি। বিজেটি ১২ টি, কংগ্রেস ২ টি। বিভিন্ন নিউজ মিডায়ার তথ্য দেখলে গড়পড়তা এটাই দাঁড়ায়।
এক্সিট পোলের তথ্যের হিসেবে মমতা বন্ধ্যোপাধ্যায় বলেছেন, ' এক্সিট পোল আসলে গুজব। আমি এক্সিট পোল মানিনা। এটা হাজার হাজার EVM কারচুপির ষড়যন্ত্র'।
এছাড়া, সমস্ত বিরোধী দল গুলোকে এক জোট হওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।