প্রথমে পুরীতে আছড়ে পড়বে ঘূর্নিঝড় 'ফনী', পুরী থেকে ৪৫০ কিমি দূরে এখন
Today Bengali News : ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্নিঝড়' ফনী [ Foni] । একটু আগে পাওয়া ওড়িশার আবহাওয়া দপ্তরের খবর অনুৃযায়ী পুরী থেকে ৪৫০ কিমি দূরে আছে। এবং জানানো হয়েছে, চন্দ্রভাগা তে এই ঝড় প্রথম আছড়ে পড়বে। তাই ওড়িশা [ Odisa] উপকূল ঝুড়ে কড়া নিরাপত্তা এলার্ট জারি করা হয়েছে।
পূরী [ Puri Train] থেকে সমস্ত ভ্রমন কারী দের সরিয়ে দেওয়া হয়েছে। পুরীর সমস্ত ট্রেন সহ, দক্ষিন ভারতের মোট ৪৩ টি ট্রেন বাতিল করে দিয়েছে দক্ষিন পূর্ব রেলওয়ে। উপকূলের সমস্ত স্কুলের ছুটি দিয়েছে ওড়িশা সরকার।
পশ্চিমবঙ্গে ও চলছে,' ফনী' কে আটকাতে তৎপর। দীঘার পাঁচটি ব্লকে হাই এলার্ট জারি করা হয়েছে। নবান্নে সমস্ত প্রশাসনিক কর্তারা বৈঠকে বসেছে, নিরাপত্তা ব্যবস্থা কে আরও জোরালো করার জন্য।
Today Bengali News : ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্নিঝড়' ফনী [ Foni] । একটু আগে পাওয়া ওড়িশার আবহাওয়া দপ্তরের খবর অনুৃযায়ী পুরী থেকে ৪৫০ কিমি দূরে আছে। এবং জানানো হয়েছে, চন্দ্রভাগা তে এই ঝড় প্রথম আছড়ে পড়বে। তাই ওড়িশা [ Odisa] উপকূল ঝুড়ে কড়া নিরাপত্তা এলার্ট জারি করা হয়েছে।
পূরী [ Puri Train] থেকে সমস্ত ভ্রমন কারী দের সরিয়ে দেওয়া হয়েছে। পুরীর সমস্ত ট্রেন সহ, দক্ষিন ভারতের মোট ৪৩ টি ট্রেন বাতিল করে দিয়েছে দক্ষিন পূর্ব রেলওয়ে। উপকূলের সমস্ত স্কুলের ছুটি দিয়েছে ওড়িশা সরকার।
পশ্চিমবঙ্গে ও চলছে,' ফনী' কে আটকাতে তৎপর। দীঘার পাঁচটি ব্লকে হাই এলার্ট জারি করা হয়েছে। নবান্নে সমস্ত প্রশাসনিক কর্তারা বৈঠকে বসেছে, নিরাপত্তা ব্যবস্থা কে আরও জোরালো করার জন্য।
Comments
Post a Comment