Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

পিএসসি এর মাধ্যমে রাজ্যের প্রানী সম্পদ উন্নয়ন মন্ত্রকে ২০০ পদে নিয়োগ- অনলাইনে আবেদন

Admin - May 13, 2019 - Job, Latest Job, PSC, WBPSC, চাকরীর খবর, ব্রেকিং নিউজ
পিএসসি এর মাধ্যমে রাজ্যের প্রানী সম্পদ উন্নয়ন মন্ত্রকে ২০০ পদে  নিয়োগ- অনলাইনে আবেদন

প্রানী সম্পদ উন্নয়ন মন্ত্রকে


Today Bengali News : রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের [ PSC Job News 2019] মাধ্যমে রাজ্যে প্রানী সম্পদ উন্নয়ন মন্ত্রক ও প্রানী স্বাস্থ্য সম্পদ বিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল।  বিজ্ঞপ্তি নং - 11/2019।  চাকরীর ডিটেইলস নিন্মলিখিত -

  • মোট শূন্যপদ - ২০০
  • যোগ্যতা - স্বীকৃত মাধ্যমিক পাশ এবং প্রানী সম্পদ বিকাশ প্রশিক্ষন কেন্দ্র থেকে ১ বছরের কোর্সের স্বীকৃত সার্টিফিকেট। সাথে শারিরীক ভাবে ফিট থাকতে হবে এবং সাইকেল চালানো জানতে হবে।
  • বয়সসীমা - ০১/০১/২০১৯ তারিখ হিসেবে ৪০ বছরের মধ্যে হতে হবে।
  • বেতন - ৫,৪০০/- থেকে ২৫,২০০/- টাকা। গ্রেড পে - ২,৬০০/-
  • আবেদন ফী - ১১০/- টাকা। এসসি/এসটি ও প্রতি বন্ধীদের ফী লাগবে না।

আবেদন ফী জমা দিতে পারবেন অনলাইনে Debit/Credit কার্ড, নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে। ( লেনদেন চার্জ ও GST চার্জ আলাদা করে কাটবে)। এছাড়া অফলাইনে ব্যাঙ্কের মাধ্যমে দিতে পারেন। ( সার্ভিস চার্জ ২০ টাকা)

নিয়োগ হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে।


গুরুত্বপূর্ন কিছু তারিখ :
  • অনলাইন আবেদন শুরু - ১৪ মে, ২০১৯
  • অনলাইন আবেদন শেষ - ৩ জুন, ২০১৯
  • পেমেন্ট জমা দেওয়ার শেষ তারিখ - ৩ জুন, ২০১৯
  • অফলাইন ফী জমা দেওয়ার শেষ তারিখ - ৪ জুন, ২০১৯
কিভাবে আবেদন করবেন[ Online Apply PSC Job] ?

আবেদন করতে হবে অনলাইনে [ Online Apply PSC Job 2019] রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে গিয়ে। নীচে লিঙ্ক দেওয়া আছে। আবেদন লিঙ্ক আপডেট হবে ১৪ মে, ২০১৯ থেকে। পোস্ট টি নীচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করুন।

অফিসিয়াল সাইট লিঙ্কhttp://www.pscwbapplication.in/

অফিসিয়াল নোটিস ডাউনলোড ক্লিক করুন।