ভোট মিটতেই বাঁকুড়ার জেলা শাসক কে অপসারিত করল, কমিশন
Admin - May 13, 2019 -
Loksabha Election 2019, ট্রেন্ডিং লোকসভা ভোট, ব্রেকিং নিউজ, রাজ্যের নিউজ
ভোট মিটতেই বাঁকুড়ার জেলা শাসক কে অপসারিত করল, কমিশন
Today Bengali News : গতকাল ভোট শেষ হতেই, বাঁকুড়া জেলার, জেলা শাসক উমা শঙ্কর কে অপসারিত করল নির্বাচন কমিশন[ Election Commission] । তার জায়গায় নতুন দায়িত্ব পাবেন মুক্তা আর্য। আজ সকাল ১০ টার মধ্যে নতুন জেলা শাসক তার দায়িত্ব বুঝে নেবেন।
গতকাল ভোটে বাকুড়া জেলায় কয়েকটি বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটে। এবং বিজেপি প্রার্থী সুভাষ সরকারের উপর হামলার অভিযোগ ওঠে। এরপরই উমা শঙ্কর কে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রসঙ্গত, কিছুদিন আগে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী [ Narendra Modi] এখানে সভা করতে আসেন, এবং সেই সভার অনুমতি ও তার হেলিকপ্টার ওঠা নামা নিয়ে জটিলতা সৃষ্টি করেন উমা শঙ্কর। ফলত, তার উপর ক্ষুব্ধ ছিল, কমিশন থেকে, কেন্দ্র সরকার।
Today Bengali News : গতকাল ভোট শেষ হতেই, বাঁকুড়া জেলার, জেলা শাসক উমা শঙ্কর কে অপসারিত করল নির্বাচন কমিশন[ Election Commission] । তার জায়গায় নতুন দায়িত্ব পাবেন মুক্তা আর্য। আজ সকাল ১০ টার মধ্যে নতুন জেলা শাসক তার দায়িত্ব বুঝে নেবেন।
গতকাল ভোটে বাকুড়া জেলায় কয়েকটি বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটে। এবং বিজেপি প্রার্থী সুভাষ সরকারের উপর হামলার অভিযোগ ওঠে। এরপরই উমা শঙ্কর কে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রসঙ্গত, কিছুদিন আগে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী [ Narendra Modi] এখানে সভা করতে আসেন, এবং সেই সভার অনুমতি ও তার হেলিকপ্টার ওঠা নামা নিয়ে জটিলতা সৃষ্টি করেন উমা শঙ্কর। ফলত, তার উপর ক্ষুব্ধ ছিল, কমিশন থেকে, কেন্দ্র সরকার।
