'শুধু কি শিক্ষক দের গরম লাগছে? ' পার্থ চট্টোপাধ্যায়
Admin - May 02, 2019 -
West Bengal, ব্রেকিং নিউজ, রাজ্যের নিউজ
'শুধু কি শিক্ষক দের গরম লাগছে? ' পার্থ চট্টোপাধ্যায়
Today Bengali News : 'ফনী' র ধেয়ে আসা ও অসহ্য গরমের জন্যে রাজ্যের সমস্ত সরকারী স্কুলে [Government School] গরমের ছুটি কে এগিয়ে আনা হয়েছে। কাল থেকে ছুটি শুরু হচ্ছে। এমন কি, সমস্ত বেসরকারী স্কুল কে ২ দিন ছুটি রাখার জন্যে আবেদন জানিয়েছে মুখ্যমন্ত্রী।কিন্তু বিজ্ঞপ্তি তে বলা হয়েছে, শুধুমাত্র ছাত্র-ছাত্রী দের ক্লাস বন্ধ থাকবে। শিক্ষক [Teacher] দের কি হবে? সে ব্যাপারে কিছু বলা হয় নি।
রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে সাংবাদিক রা প্রশ্ন করলে, তিনি বলেন, ' শিক্ষক দের কি শুধু গরম লাগে? অন্য সরকারী কর্মচারী দের গরম লাগে না? গরমের ছুটির যে নিয়ম আছে, সেই ছুটি মেনে ছুটি দেওয়া হবে। '
Today Bengali News : 'ফনী' র ধেয়ে আসা ও অসহ্য গরমের জন্যে রাজ্যের সমস্ত সরকারী স্কুলে [Government School] গরমের ছুটি কে এগিয়ে আনা হয়েছে। কাল থেকে ছুটি শুরু হচ্ছে। এমন কি, সমস্ত বেসরকারী স্কুল কে ২ দিন ছুটি রাখার জন্যে আবেদন জানিয়েছে মুখ্যমন্ত্রী।কিন্তু বিজ্ঞপ্তি তে বলা হয়েছে, শুধুমাত্র ছাত্র-ছাত্রী দের ক্লাস বন্ধ থাকবে। শিক্ষক [Teacher] দের কি হবে? সে ব্যাপারে কিছু বলা হয় নি।
রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে সাংবাদিক রা প্রশ্ন করলে, তিনি বলেন, ' শিক্ষক দের কি শুধু গরম লাগে? অন্য সরকারী কর্মচারী দের গরম লাগে না? গরমের ছুটির যে নিয়ম আছে, সেই ছুটি মেনে ছুটি দেওয়া হবে। '