About Me

ছাত্র-ছাত্রী ভর্তি হচ্ছে না, বন্ধ হল ৭৬৫ টি ইঞ্জিনিয়ারিং- ম্যানেজমেন্ট কলেজ


ছাত্র-ছাত্রী ভর্তি হচ্ছে না, বন্ধ হল ৭৬৫ টি ইঞ্জিনিয়ারিং- ম্যানেজমেন্ট কলেজ

Today Bengali News : ছাত্র -ছাত্রী রা ভর্তি হচ্ছে না, আসন পূরন হয় না, তাই কলেজ চালানোর খরচ ও জুটছে না। এরকম অবস্থায় প্রায় সারা দেশে ৭৬৫ টি ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট [ Engineering and Management]  কলেজ বন্ধ করে দিল AICTE.  গত কয়েকবছর যাবৎ সারা দেশে ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট কলেজ গুলির অবস্থা খুবই খারাপ। কলেজ ক্যাম্পাসিং এ কাজের দিশা নেই। তাই ছাত্র-ছাত্রী রাও আর ভর্তি হচ্ছে না। ফল স্বরুপ AICTE সারা দেশ থেকে ৭৬৫ টি ইঞ্জিনিয়ারিং [ Engineering College] ও ম্যানেজমেন্ট কলেজ বন্ধ করে দিল। এক ধাক্কায় আসন সংখ্যা কমে গেল ৪.২৪ লক্ষ।

AICTE এর পক্ষ থেকে বলা হয়েছে, ফার্মাসি, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট ও আর্কিটেকচারের মত কোর্স গুলিতে এখন থেকে ৩২ লক্ষ, ৯ হাজার সিটে ছাত্র-ছাত্রী রা ভর্তি হতে পারবে। প্রসঙ্গত এর আগে, ২৩৭ টি করেজ বন্ধ করেছিল নিয়ম লঙ্ঘনের জন্য, যারা পঠন পাঠন বন্ধ করে দিয়েছে। AICTE তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, এর ফলে সারা দেশ জুড়ে বিভিন্ন কোর্সে ৪.২৪ লক্ষ আসন কমে গেল। পোস্ট টি নীচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করুন।

Post a Comment

0 Comments