ধোনির আউট নিয়ে তুমুল বিতর্ক, দেখুন সেই আউটের ভিডিও
Today Bengali News : গতকাল IPL এর ফাইনালে শেষ বলে এক রানে চেন্নাই কে হারিয়ে ট্রফি জিতে নেয়, মুম্বাই ইন্ডিয়ানস। টাইটান উত্তেজনায় IPL Final 2019 ভরপুর থাকলেও, বিতর্ক পিছু ছাড়েনি। বিতর্ক শুরু হয়, ধোনির রান আউট নিয়ে। এবং অনেকেই এটাকে ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে ধরেছেন। তৃতীয় আম্পেয়ার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার পর 'আউট' সিদ্ধান্ত নেন। কিন্তু এই নিয়ে অনেক মতবিরোধ আছে। ভাস্যকারদের একজন বলছেন, 'বেনিফিট অব ডাউটস' পেতে পারত ধোনি। অন্যভাষ্যকার সঞ্জয় মঞ্জেসকর বলেন, এটি আউট। কিন্তু ধোনি আউট হওয়ার পর থেকেই খেলা ঘুরতে শুরু করে। দেখুন সেই বিতর্কিত আউটের ভিডিও ও পোস্টটি শেয়ার করুন -
Today Bengali News : গতকাল IPL এর ফাইনালে শেষ বলে এক রানে চেন্নাই কে হারিয়ে ট্রফি জিতে নেয়, মুম্বাই ইন্ডিয়ানস। টাইটান উত্তেজনায় IPL Final 2019 ভরপুর থাকলেও, বিতর্ক পিছু ছাড়েনি। বিতর্ক শুরু হয়, ধোনির রান আউট নিয়ে। এবং অনেকেই এটাকে ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে ধরেছেন। তৃতীয় আম্পেয়ার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার পর 'আউট' সিদ্ধান্ত নেন। কিন্তু এই নিয়ে অনেক মতবিরোধ আছে। ভাস্যকারদের একজন বলছেন, 'বেনিফিট অব ডাউটস' পেতে পারত ধোনি। অন্যভাষ্যকার সঞ্জয় মঞ্জেসকর বলেন, এটি আউট। কিন্তু ধোনি আউট হওয়ার পর থেকেই খেলা ঘুরতে শুরু করে। দেখুন সেই বিতর্কিত আউটের ভিডিও ও পোস্টটি শেয়ার করুন -
MS Dhoni run-out! Out or Not out? https://t.co/dkrfpPHQ2V via @ipl— Shubham Pandey (@21shubhamPandey) May 13, 2019
Comments
Post a Comment