উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগ, তৃতীয় ফেজে ১০ হাজারের বেশী প্রার্থীর ভেরিফিকেশন
Today Bengali News : ভোটের রোজাল্ট বেরোনোর আগেই, শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু করল রাজ্য সরকার। আপার প্রাইমারী [ Upper Primary News] নিয়োগের তৃতীয় দফার ভেরিফিকেশন করবে বলে জানল স্কুল সার্ভিস কমিশন ( SSC)। SSC এর পক্ষ থেকে জানানো হয়েছে, আপার প্রাইমারী নিয়োগের তৃতীয় দফার ভেরিফিকেশন এর নোটিস বের হবে আজ অথবা কাল।
SSC সূত্রে জানানো হয়েছে, ১০ হাজারের বেশী প্রার্থীকে ভেরিফিকেশনে ডাকা হবে।
বি:দ্র : পোস্ট টি এখুনি নীচের শেয়ার বাটনে গিয়ে বন্ধুদের শেয়ার করুন।
Today Bengali News : ভোটের রোজাল্ট বেরোনোর আগেই, শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু করল রাজ্য সরকার। আপার প্রাইমারী [ Upper Primary News] নিয়োগের তৃতীয় দফার ভেরিফিকেশন করবে বলে জানল স্কুল সার্ভিস কমিশন ( SSC)। SSC এর পক্ষ থেকে জানানো হয়েছে, আপার প্রাইমারী নিয়োগের তৃতীয় দফার ভেরিফিকেশন এর নোটিস বের হবে আজ অথবা কাল।
SSC সূত্রে জানানো হয়েছে, ১০ হাজারের বেশী প্রার্থীকে ভেরিফিকেশনে ডাকা হবে।
বি:দ্র : পোস্ট টি এখুনি নীচের শেয়ার বাটনে গিয়ে বন্ধুদের শেয়ার করুন।
Comments
Post a Comment