২০১৯ সালেই এই সব ফোন গুলি থেকে বন্ধ হয়ে যাবে হোয়াটঅ্যাপ
Admin - May 09, 2019 -
Social Tech, Whtasapp, ট্রেন্ডিং সোশ্যাল টেক, ব্রেকিং নিউজ
২০১৯ সালেই এই সব ফোন গুলি থেকে বন্ধ হয়ে যাবে হোয়াটঅ্যাপ
Today Bengali News : সম্প্রতি WhatsApp তাদের অফিসিয়াল ব্লগে একটি তালিকা প্রকাশ করেছে যে, কোন কোন ডিভাইস থেকে WhatsApp এর সুবিধা তুলে নেওয়া হচ্ছে অর্থাৎ ওই ডিভাইস গুলো তে আর হোয়াটঅ্যাপ কাজ করবে না।
সম্প্রতি প্রকাশিত ব্লগে এই মার্কিন কোম্পানী টি জানিয়েছে, ২০১৯ সালের ৩১ শে ডিসেম্বর থেক সমস্ত Windows ফোন থেকে হোয়াটঅ্যাপের সুবিধা তুলে নেওয়া হবে। অর্থাৎ ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের পর থেকে আর কোনো Windows ফোনে Whatsapp ব্যবহার করা যাবে না। Window ফোনের জন্যে শেষ WhatsApp আপডেপ পাওয়া যাবে এবছর জুন মাসে।
এছাড়া ব্লগ পোস্টে আরও জানানো হয়েছে, ২০২০ সালের ১ ফ্রেব্রুয়ারী থেকে Android v2.3.7 বা তারও পুরানো ভার্সান অ্যান্ড্রয়েড ফোনে এবং IOS 7 বা তার পুরানো ফোনে আর WhatsApp কাজ করবে না।
বি:দ্র: পোস্ট টি শেয়ার করুন।
Today Bengali News : সম্প্রতি WhatsApp তাদের অফিসিয়াল ব্লগে একটি তালিকা প্রকাশ করেছে যে, কোন কোন ডিভাইস থেকে WhatsApp এর সুবিধা তুলে নেওয়া হচ্ছে অর্থাৎ ওই ডিভাইস গুলো তে আর হোয়াটঅ্যাপ কাজ করবে না।
সম্প্রতি প্রকাশিত ব্লগে এই মার্কিন কোম্পানী টি জানিয়েছে, ২০১৯ সালের ৩১ শে ডিসেম্বর থেক সমস্ত Windows ফোন থেকে হোয়াটঅ্যাপের সুবিধা তুলে নেওয়া হবে। অর্থাৎ ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের পর থেকে আর কোনো Windows ফোনে Whatsapp ব্যবহার করা যাবে না। Window ফোনের জন্যে শেষ WhatsApp আপডেপ পাওয়া যাবে এবছর জুন মাসে।
এছাড়া ব্লগ পোস্টে আরও জানানো হয়েছে, ২০২০ সালের ১ ফ্রেব্রুয়ারী থেকে Android v2.3.7 বা তারও পুরানো ভার্সান অ্যান্ড্রয়েড ফোনে এবং IOS 7 বা তার পুরানো ফোনে আর WhatsApp কাজ করবে না।
বি:দ্র: পোস্ট টি শেয়ার করুন।