Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

NTPC পরীক্ষার তারিখ এখনও ঠিক হয় নি, কবে হতে পারে? - RRB Kolkata

Admin - June 24, 2019 - Education, NTPC, RRB, এডুকেসন, ব্রেকিং নিউজ
NTPC পরীক্ষার তারিখ এখনও ঠিক হয় নি, কবে হতে পারে?  - RRB Kolkata


NTPC পরীক্ষার তারিখ

Today Bengali News :  RRB  NTPC পরীক্ষার তারিখ নিয়ে প্রার্থীদের মধ্যে,  সোশাল মিডিয়াতে নানা ধরনের তথ্য ঘুরপাক খাচ্ছে। অনেকেই এমন লিঙ্ক দিয়ে বলছে, NTPC এর স্টেটাস চেক করা যাচ্ছে। কিন্তু বলে রাখি সমস্তটাই ভুয়ো। NTPC এর তারিখ নিয়ে এখনও রেলওয়ে বোর্ড কোনো ঠিক সিদ্ধান্ত করেনি।

RRB Kollata টুইট করে জানিয়েছে ভুয়ো তথ্যে নজর দেবেন না। সবসময় অফিসিয়াল সাইট ফলো করবেন। এখনও RRB NTPC পরীক্ষার তারিখ ঠিক করা হয় নি।কয়েকদিন আগে Indian Express কে রেলওয়েও তরফ থেকে কোনো NTPC তারিখের সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয় নি। বলা হয়েছিল এখনও তারিখ ঠিক হয় নি।


কবে হতে পারে পরীক্ষা? 

এ'ব্যাপারে রেলওয়ে একদম চুপ। তবে মনে করা হচ্ছে জুলাই - সেপ্টেম্বর এ মধ্যে পরীক্ষা শুরু হতে পারে। তবে খুব শীঘ্রই কোনো অফিসিয়াল নোটিস আসতে চলেছে, বলে বিভিন্ন সূত্রের খবর।
বি:দ্র : পোস্ট টি নীচের শেয়ার বাটনে ক্লিক করে সবাই কে হোয়াটসঅ্যাপে শেয়ার করে জানিয়ে দিন।