লকডাউনে ফ্রী তে ডাটা ও কলিং সার্ভিস দিচ্ছে এই নেটওয়ার্ক - অ্যাক্টিভেট করার প্রসেস
Admin - March 31, 2020 -
Breaking News, Telecom Offer, ব্রেকিং নিউজ
লকডাউনে ফ্রী তে ডাটা ও কলিং সার্ভিস দিচ্ছে এই নেটওয়ার্ক - অ্যাক্টিভেট করার প্রসেস
Telecom News : বর্তমান সময়ে লকডাউনে সবাই ঘরবন্দি। এই লক ডাউন চলা কালীন টেলিকম সংস্থা এয়ারটেল ( Airtel Offer) নিয়ে এল দারুন অফার, যা সম্পুর্ন ফ্রীতে আপনি অ্যাক্টিভেট করে নিতে পারবেন। ফ্রী ডাটা ও কলিং সার্ভিস দিচ্ছে এয়ারটেল। এই অফার অ্যাক্টিভেট করতে আপনাকে কী করতে হবে, সেটি নীচে দেওয়া হল -
Airtel Offer
এই ফ্রী অফার পেতে আপনার কাছে একটি 4G Airtel এর সিম কার্ড থাকতে হবে। তাহলেই আপনি এই অফার টি অ্যাক্টিভেট করতে পারবেন।
প্রথমে আপনার 4G Airtel সিম থেকে 52122 নাম্বারে কল করবেন। কল করার পর রিং হবে এবং সাথে সাথে কলটি কেটে যাবে। এরপর আপনার ফোনে, অফার টি অ্যাক্টিভেট হওয়ার মেসেজ চলে আসবে।
মনে রাখবেন, সবাই কে একই রকম অফার দিচ্ছে না, কারও ডাটা ও কলিং সার্ভিস দুটোই ফ্রী তে পাচ্ছেন, কেউ আবার শুধু ডাটা ফ্রী পাচ্ছেন। আবার, কেউ ডাটা বেশী পাচ্ছেন, কেউ আবার কম। যাদের 4G Airtel Sim Card আছে, তারা অবশ্যই এই অফার টি অ্যাক্টিভেট করে নিন।
বি:দ্র : পোস্ট টি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন।