Skip to main content

৪ জি পরিষেবায়, উন্নতিতে চীনা সরঞ্জাম ব্যবহার বন্ধ : কেন্দ্র সরকার

৪ জি পরিষেবায়, উন্নতিতে চীনা সরঞ্জাম ব্যবহার বন্ধ : কেন্দ্র সরকার


৪ জি পরিষেবায়


Breaking News : ভারত - চীন সীমান্ত সমস্যার প্রভাব এসে পড়ল দেশের টেলিকম সংস্থায়। সরকারি সংস্থা BSNL এর 4G Internet পরিষেবায় উন্নতি তে কোনো রকম চাইনিজ সরঞ্জাম ব্যবহার করা যাবে না, পরিষ্কার জানিয়ে দিল কেন্দ্র সরকার।

কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সরকারি টেলিকম সংস্থার সাথে সাথে এবার বেসরকারি সংস্থাগুলির জন্য ( Vodafone, Airtel 4G Internet)  নির্দেশিকা জারি করার বিষয় ভেবে দেখছে কেন্দ্র সরকার। বর্তমানে Airtel, Vodafone তাদের 4G Internet Service এর জন্যে চীনের হুয়াই সংস্থার সাথে কাজ করে। 

রোজ গুরুত্বপূর্ন নিউজ পান, আমাদের ফেসবুক পেজে ও টেলিগ্রামে -
ফেসবুক পেজে যুক্ত হন : ক্লিক করুন
টেলিগ্রামে যুক্ত হন : ক্লিক করুন 

Comments

  1. nice contant www.todaybengalinews.com

    ReplyDelete
  2. Playtech casino and slots games in India - JTHub
    All 경산 출장안마 the best Playtech casino games on mobile, tablet or 광명 출장안마 tablet, Indian slot players 인천광역 출장샵 with Indian casino software such 충청북도 출장안마 as 전주 출장안마 Playtech,

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

দ্বিতীয় দফার রাজ্যে ৮০ শতাংশ বুথে থাকবে, কেন্দ্রীয় বাহিনী

দ্বিতীয় দফার রাজ্যে ৮০ শতাংশ বুথে থাকবে, কেন্দ্রীয় বাহিনী Today Bengali News : ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী চাই, সেই নিয়ে বার বার সরব হয়েছে, বিরোধীরা থেকে ভোট কর্মীরা। প্রথম দফায় ৫১ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল। এবং প্রথমে ঠিক হয়েছিল দ্বিতীয় দফায় রাজ্যের তিনটি লোকসভা [ Loksabha Election 2019] বুথে ৫৫ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী দেবে নির্বাচন কমিশন। কিন্তু পরে সিদ্ধান্ত বদলে হয়, ৮০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী থাকবে দ্বিতীয় দফার ভোটে। দ্বিতীয় দফায় আছে তিনটি লোকসভা কেন্দ্র। প্রায় ৫৩৯০ টি বুথের ৮০ শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। তাই রাজ্যে আসতে চলেছে, ১৯৪ কোম্পানীর কেন্দ্রীয় বাহিনী। সেই সাথে সব বুথে থাকবে সিসিটিভি, ওয়েবকাস্টিং, ভিডিওগ্রাফি[Videography], মাইক্রো অবজারভার।

ছবি তুলেই 'অ্যাপে' আপলোড করলেই মিলবে উত্তর

#বাংলার প্রথম শর্ট নিউজ ব্লগ নিউজ ডেস্ক : এবার অঙ্কের সমাধান এক নিমেষে। শুধু ছবি তুলেই অ্যাপলিকেশনে আপলোড করলেই মিলবে সাথে সাথে উত্তর। শুধু অঙ্কের সমাধান নয়, NCERT,  JEE, IIT, NEET সমস্ত পরীক্ষার সলিউশন মিলবে একটি অ্যাপেই। সাথে থাকবে ভিডিও সলিউশন ও পিডিএফ মেটেরিয়ালস। অ্যাপটির নাম Doubtnut, যেটি প্লে স্টোরে ১০ মিলিয়নের উপর ইনস্টল করা হয়েছে। এমন কি যারা চাকুরী প্রার্থী তারাও পাবে ম্যাথস সহ বিভিন্ন বিষয়ের সলভ এক নিমেষে। ৬ লাখের বেশী ভিডিও সলিউশন আছে অ্যাপটির মধ্যে।  Doubtnut App টি ইনস্টল করতে, আপনার ফোনের প্লে স্টোরে যান, সার্চ এ 'Doubtnut'  লিখে সার্চ করুন এবং ইনস্টল করুন আপনার ফোনে। 

SSC MTS জব প্রোফাইল, স্যালারি, প্রোমোশন, ডিউটি, পোস্টিং ডিটেইলস

SSC MTS জব প্রোফাইল, স্যালারি, প্রোমোশন, ডিউটি, পোস্টিং ডিটেইলস টু'ডে বেঙ্গলি নিউজ : SSC MTS ( মাল্টি টাস্কিং স্টাফ) নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে আজই। মাধ্যমিক যোগ্যতায় কেন্দ্র সরকারের বিভিন্ন অফিসে এই নিয়োগের মাধ্যমে কর্মী নিয়োগ করা হয়। তো অনেকেই জানতে চান, SSC MTS এর কাজ কী? স্যালারি কত? প্রোমোশন আছে কি নেই! কত সময় ডিউটি করতে হয়? ইত্যাদি ইত্যাদি নানা ধরনের প্রশ্ন। আজ সবকিছু নিন্ম লিখিত পোস্টে আলোচনা করা হল - প্রথমেই বলে রাখি, SSC MTS গ্রুপ ডি লেবেলের চাকরী কিন্তু তার মানে এই নয়, আপনাকে রেলের গ্রুপ ডি দের মত কাজ করতে হবে। এর চাকরীর পোস্টিং যেকোনো স্টেটে  অর্থাৎ আপনি ফর্ম ফিলাপের সময় যে রাজ্যে সিলেক্ট করবেন, সেই রাজ্যেই চাকরী হবে। ট্রান্সফার হলে, ঐ রাজ্যের মধ্যেই কোনো অফিসে ট্রান্সফার করা হয়, অন্য রাজ্যে ট্রান্সফার করে পাঠানো হয় না। SSC MTS চাকরীর নির্দিষ্ট কোনো কাজ নেই। যে ডিপার্টমেন্টে আপনার চাকরী হবে সেখানে আপনার পদ অনুযায়ী যে কাজ থাকবে, সেই কাজই আপনাকে দেওয়া হবে। মূলত যারা কম্পিউটার জানে, তাদের কম্পিউটার রিলেটেড কাজ দেওয়া হয়, আর অন্যদের ফাইল ওয়ার্ক, পেপার ওয়ার্ক, টে