৪ জি পরিষেবায়, উন্নতিতে চীনা সরঞ্জাম ব্যবহার বন্ধ : কেন্দ্র সরকার
Admin - June 18, 2020 -
Telecom Offer, দেশের নিউজ, ব্রেকিং নিউজ
৪ জি পরিষেবায়, উন্নতিতে চীনা সরঞ্জাম ব্যবহার বন্ধ : কেন্দ্র সরকার
Breaking News : ভারত - চীন সীমান্ত সমস্যার প্রভাব এসে পড়ল দেশের টেলিকম সংস্থায়। সরকারি সংস্থা BSNL এর 4G Internet পরিষেবায় উন্নতি তে কোনো রকম চাইনিজ সরঞ্জাম ব্যবহার করা যাবে না, পরিষ্কার জানিয়ে দিল কেন্দ্র সরকার।
কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সরকারি টেলিকম সংস্থার সাথে সাথে এবার বেসরকারি সংস্থাগুলির জন্য ( Vodafone, Airtel 4G Internet) নির্দেশিকা জারি করার বিষয় ভেবে দেখছে কেন্দ্র সরকার। বর্তমানে Airtel, Vodafone তাদের 4G Internet Service এর জন্যে চীনের হুয়াই সংস্থার সাথে কাজ করে।
রোজ গুরুত্বপূর্ন নিউজ পান, আমাদের ফেসবুক পেজে ও টেলিগ্রামে -
ফেসবুক পেজে যুক্ত হন : ক্লিক করুন
টেলিগ্রামে যুক্ত হন : ক্লিক করুন