কোভিড রোগীদের চিকিৎসা করালে, পরীক্ষায় ১০ শতাংশ নম্বর বেশী পাবে পড়ুয়া রা
Admin - June 18, 2020 -
COVID - 19, ব্রেকিং নিউজ, রাজ্যের নিউজ
কোভিড রোগীদের চিকিৎসা করালে, পরীক্ষায় ১০ শতাংশ নম্বর বেশী পাবে পড়ুয়া রা
Breaking News : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া ঘোষনা ডাক্তারি পড়ুয়া দের জন্যে। বর্তমান সময়ে দ্রুত গতি তে কোভিড আক্রান্তদের সংখ্যা বেড়ে চলেছে। তাই বুধবার নবান্ন থেকে মুখ্য মন্ত্রী ঘোষনা করলেন, যেসমস্ত ডাক্তারী পড়ুয়ারা কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা করাবেন, তাদের পরীক্ষায় ১০ শতাংশ করে অতিরিক্ত নম্বর দেওয়া হবে।
এছাড়া তিনি আরও বলেন, সমস্ত ডাক্তারি ছাত্র ও জুনিয়র ডাক্তার দের ' কোভিড ওয়ারিয়ার্স' সার্টিফিকেট দেবে রাজ্য সরকার। আর যে সব ডাক্তার রা বেশী কোভিড আক্রান্ত এরিয়াতে কাজ করছেন, তাদের জন্যে ইনসেন্টিভসের ব্যবস্থা করেছেন।
রোজ গুরুত্বপূর্ন নিউজ পান, আমাদের ফেসবুক পেজে ও টেলিগ্রামে -
ফেসবুক পেজে যুক্ত হন : ক্লিক করুন
টেলিগ্রামে যুক্ত হন : ক্লিক করুন