Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

ফ্রী সরকারি চাকরি, JEE, NEET, WBJEEE পরীক্ষার প্রশিক্ষন, আবেদন করুন

Admin - January 08, 2024 - Education

রাজ্য সরকার চাকরিপ্রার্থী ও ছাত্রছাত্রীদের জন্য একটি নতুন প্রকল্পের সূচনা করল।সরকারিভাবে সম্পূর্ণ বিনামূল্যে যে JEE, NEET & WBJEE সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। 

এই নিবন্ধে বিস্তারিত আলোচনা করবো, কারা কিভাবে, কোথায় আবেদন করতে পারবেন। 

বিনামূল্যে সরকারি চাকরির প্রশিক্ষন

রাজ্য সরকার চালু করেছে যোগ্যশ্রী প্রকল্প। প্রকল্পের মাধ্যমে রাজ্যের তপশিলি জাতী / উপজাতি প্রার্থীরা JEE, NEET & WBJEE সহ বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশিক্ষণ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে।আবেদন করতে হবে অনলাইনে।

বিনামূল্যে সরকারি চাকরির প্রশিক্ষন 

  • ব্যাংক, রেল, সামরিক ও অসামরিক বাহিনী, পোস্ট অফিস, বিভিন্ন ক্ষেত্রে গ্রুপ ডি ও গ্রুপ সি চাকরি নিয়োগে প্রাক প্রশিক্ষণ দেওয়া হবে।
  • ৩০০ ঘন্টার ৬ মাস ব্যাপী প্রশিক্ষন।
  • প্রতিদিন চার ঘন্টা করে সপ্তাহে তিন দিন ক্লাস।
  • প্রতি জেলায় দুটি করে সেন্টার থাকবে।

JEE, NEET ও WBJEE পরীক্ষার প্রশিক্ষন

  • ৩২০ ঘন্টার প্রশিক্ষণ হবে।
  • ৫০ টি প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় ২০০০ প্রার্থী বিনামূল্যে প্রশিক্ষণের সুবিধা পাবে।

কারা আবেদন করতে পারবেন? 

রাজ্যের সমস্ত তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কবে থেকে আবেদন শুরু হবে?

২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে আবেদন শুরু হবে।

কিভাবে আবেদন করবেন?

#নিচে দেওয়া ওয়েব সাইটে গিয়ে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।

#সমস্ত ডিটেইলস সঠিকভাবে পূরণ করবেন এবং ডকুমেন্টস যা প্রয়োজন আপলোড করতে হবে।

#সবশেষে ফর্ম সাবমিট করবেন।

অনলাইন আবেদন করার ওয়েবসাইট: www.wbbcdev.gov.in

👉তথ্যটি প্রয়োজনীয় মনে হলে অবশ্যই নিচে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন।

প্রতিদিন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন- ক্লিক করুন