"নরেন্দ্র মোদী মেডিক্যালি ফিট আছে কিনা! তাই হামলা করা " জইশ-ই-মহম্মদ
Admin - March 16, 2019 -
দেশের নিউজ, ব্রেকিং নিউজ
"নরেন্দ্র মোদী মেডিক্যালি ফিট আছে কিনা! তাই হামলা করা " জইশ-ই-মহম্মদ
টু'ডে বেঙ্গলি নিউজ : আজ জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের একটি সাপ্তাহিক মুখপাত্র 'আল কুলাম' এ একটি আর্টিকেল প্রকাশ হয়েছে, সেখানে জইশ-ই-মহম্মদ সংগঠন থেকে বলা হয়েছে, নরেন্দ্র মোদী মেডিক্যালি ফিট আছে, কিনা সেটি দেখতেই এই হামলা করা হয়েছে।
মাসুদ আজাহার, যিনি এই জইশ -ই- মহম্মদ জঙ্গি সংগঠনের প্রধান, তিনি একটি কলামে লিখেছেন, তার অসুস্থতা সম্পর্কে মিথ্যে খবর ছড়ানো হয়েছে এবং জইশ-ই-মহম্মদ সংগঠনের কিছু সদস্যের মৃত্যুর ভুয়ো সংবাদ ছড়ানো হচ্ছে। 'ভারতের এয়ার স্ট্রাইকে কিছু ঘটেনি। আমরা সবাই বেঁচে আছি এবং ভালো আছি' মাসুদ আজাহার তার কলামে লেখেন। তবে সত্যিই কি, সে ঐ পত্রিকা তে লিখেছে! না, অন্য কেউ লিখেছে, সে বিষয়ে এখনও ধোঁয়াশা আছে।
এছাড়া সে আরও লিখেছে , ' আমি সম্পুর্ণ সুস্থ্য। তার কিডনি এবং লিভার স্বাভাবিক। ১৭ বছর ধরে তিনি কোনোদিন হসপিটলে ছিলেন না এবং তাকে কোনো ডাক্তারের পরামর্শ নিতে হয়নি'। সে আরও লিখেছে, জন্মু ও কাশ্মীরে স্বাধীনতার জন্যে এরকম আক্রমন আরও হবে এবং সেটি আরও চারিদিকে বিস্তারিত হবে।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate
শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।
আরও পড়ুন : ভোটে ঝামেলা, অভিযোগ? থাকছে কমিশনের মোবাইল অ্যাপ ও টোল ফ্রী নম্বর
আরও পড়ুন : 'ক্ষমতায় এলে মহিলাদের জন্যে সরকারি চাকরী তে ৩৩% সংরক্ষন ' রাহুল গান্ধী
টু'ডে বেঙ্গলি নিউজ : আজ জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের একটি সাপ্তাহিক মুখপাত্র 'আল কুলাম' এ একটি আর্টিকেল প্রকাশ হয়েছে, সেখানে জইশ-ই-মহম্মদ সংগঠন থেকে বলা হয়েছে, নরেন্দ্র মোদী মেডিক্যালি ফিট আছে, কিনা সেটি দেখতেই এই হামলা করা হয়েছে।
মাসুদ আজাহার, যিনি এই জইশ -ই- মহম্মদ জঙ্গি সংগঠনের প্রধান, তিনি একটি কলামে লিখেছেন, তার অসুস্থতা সম্পর্কে মিথ্যে খবর ছড়ানো হয়েছে এবং জইশ-ই-মহম্মদ সংগঠনের কিছু সদস্যের মৃত্যুর ভুয়ো সংবাদ ছড়ানো হচ্ছে। 'ভারতের এয়ার স্ট্রাইকে কিছু ঘটেনি। আমরা সবাই বেঁচে আছি এবং ভালো আছি' মাসুদ আজাহার তার কলামে লেখেন। তবে সত্যিই কি, সে ঐ পত্রিকা তে লিখেছে! না, অন্য কেউ লিখেছে, সে বিষয়ে এখনও ধোঁয়াশা আছে।
এছাড়া সে আরও লিখেছে , ' আমি সম্পুর্ণ সুস্থ্য। তার কিডনি এবং লিভার স্বাভাবিক। ১৭ বছর ধরে তিনি কোনোদিন হসপিটলে ছিলেন না এবং তাকে কোনো ডাক্তারের পরামর্শ নিতে হয়নি'। সে আরও লিখেছে, জন্মু ও কাশ্মীরে স্বাধীনতার জন্যে এরকম আক্রমন আরও হবে এবং সেটি আরও চারিদিকে বিস্তারিত হবে।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate
শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।
আরও পড়ুন : ভোটে ঝামেলা, অভিযোগ? থাকছে কমিশনের মোবাইল অ্যাপ ও টোল ফ্রী নম্বর
আরও পড়ুন : 'ক্ষমতায় এলে মহিলাদের জন্যে সরকারি চাকরী তে ৩৩% সংরক্ষন ' রাহুল গান্ধী