ভোটে ঝামেলা, অভিযোগ? থাকছে কমিশনের মোবাইল অ্যাপ ও টোল ফ্রী নম্বর
টু'ডে বেঙ্গলি নিউজ : রাজনৈতিক দল আপনাকে জোর করছে? ভোট সম্পর্কে অভিযোগ আছে আপনার? তাহলে সমস্ত অভিযোগ নির্বাচন কমিশন কে জানাতে পারবেন টোল ফ্রী নম্বরে। লোকসভা ভোটের দিন প্রকাশ করার পর দিনই টোলফ্রী নম্বর চালু করে দিল নির্বাচন কমিশন। নম্বর টি হল ১৯৫০। এই নম্বরে কল করে আপনার অভিযোগ জানাতে পারবেন। এবং জানানোর পরই তার জন্যে ব্যবস্থা গ্রহন করবে কতৃপক্ষ।
রাজ্য বা, জেলা স্তরে এই সেল তৈরী করা হয়েছে। এছাড়া আপনার নাম ভোটার তালিকায় আছে কিনা, সেটিও জানতে পারবেন এই নম্বরে কল করে। নির্বাচন কমিশনে পক্ষ থেকে সি-ভিজিল অ্যাপ লঞ্চ করা হবে। এই অ্যাপের মাধ্যমেও আপনি অভিযোগ জানাতে পারবেন।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate
আরও পড়ুন : " শান্তি পুর্ন নির্বাচন চাই " আজ সর্বদলীয় বৈঠকে পার্থ চট্টোপাধ্যায়
আরও পড়ুন : সেনাবাহিনীর টুপি তে বিরাট কোহলি রা, আইসিসিএর কাছে পাকিস্তান
আরও পড়ুন : ভোটের প্রচারে সেনাবাহিনীর ছবি ব্যবহার করা যাবে না, নির্দেশ নির্বাচন কমিশনের
টু'ডে বেঙ্গলি নিউজ : রাজনৈতিক দল আপনাকে জোর করছে? ভোট সম্পর্কে অভিযোগ আছে আপনার? তাহলে সমস্ত অভিযোগ নির্বাচন কমিশন কে জানাতে পারবেন টোল ফ্রী নম্বরে। লোকসভা ভোটের দিন প্রকাশ করার পর দিনই টোলফ্রী নম্বর চালু করে দিল নির্বাচন কমিশন। নম্বর টি হল ১৯৫০। এই নম্বরে কল করে আপনার অভিযোগ জানাতে পারবেন। এবং জানানোর পরই তার জন্যে ব্যবস্থা গ্রহন করবে কতৃপক্ষ।
রাজ্য বা, জেলা স্তরে এই সেল তৈরী করা হয়েছে। এছাড়া আপনার নাম ভোটার তালিকায় আছে কিনা, সেটিও জানতে পারবেন এই নম্বরে কল করে। নির্বাচন কমিশনে পক্ষ থেকে সি-ভিজিল অ্যাপ লঞ্চ করা হবে। এই অ্যাপের মাধ্যমেও আপনি অভিযোগ জানাতে পারবেন।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate
আরও পড়ুন : " শান্তি পুর্ন নির্বাচন চাই " আজ সর্বদলীয় বৈঠকে পার্থ চট্টোপাধ্যায়
আরও পড়ুন : সেনাবাহিনীর টুপি তে বিরাট কোহলি রা, আইসিসিএর কাছে পাকিস্তান
আরও পড়ুন : ভোটের প্রচারে সেনাবাহিনীর ছবি ব্যবহার করা যাবে না, নির্দেশ নির্বাচন কমিশনের
Comments
Post a Comment