Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

ভোটের প্রচারে সেনাবাহিনীর ছবি ব্যবহার করা যাবে না, নির্দেশ নির্বাচন কমিশনের

Admin - March 10, 2019 - দেশের নিউজ, ব্রেকিং নিউজ
ভোটের প্রচারে সেনাবাহিনীর ছবি ব্যবহার করা যাবে না, নির্দেশ নির্বাচন কমিশনের




টু'ডে বেঙ্গলি নিউজ : আসন্ন লোকসভা ভোটের প্রচারে, কোনো সেনা বাহিনীর,  কারও ছবি ব্যবহার করা যাবে না, তার নির্দেশ দিয়ে দিল নির্বাচন কমিশন। শনিবার এক বিবৃতি তে নির্বাচন কমিশন জানিয়ে দেয়, কোনো রাজনৈতিক দল ই,  ভারতীয় তিন সেনা বাহিনীর কারও ছবি,  তাদের ভোটের প্রচারে ব্যবহার করতে পারবে না।

এপ্রসঙ্গে তারা ২০১৩ সালের নির্বাচনে  এরকম একটি সমস্যার কথা তুলে ধরেছেন। ২০১৩ সালে প্রতিরক্ষা মন্ত্রনালয়, এই বিষয়ে অভিযোগ করেছিল যে, প্রতিরক্ষার কর্মীদের ছবি, বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচার সার্থে ব্যবহার করছে।

প্রসঙ্গত, পুলওয়ামা জঙ্গীহানা, বালাকোট অ্যাটার্ক,  তারপর বীর উইং কামান্ডারের পাকিস্তানের F- 16 কে ধ্বংশ করা, এবং পাকিস্তানের নেমেও, দেশে ফিরে আসা - এই সমস্ত ঘটনা নিয়ে ইতিমধ্যে রাজনীতির প্রচার চলতে শুরু করেছে। বিরোধিরাও তার প্রতিবাদ শুরু করেছে। তাই এদিন কড়া ভাবেই সমস্ত রাজ নৈতিক দল কে নির্দেশ দিয়ে দিল নির্বাচন কমিশন।

প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate

শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।

 অনান্য নিউজ : 

আরও পড়ুন সেনাবাহিনীর টুপি তে বিরাট কোহলি রা, আইসিসিএর কাছে পাকিস্তান

আরও পড়ুন অভিন্দনের বর্তমানের মত উইং কমান্ডার হতে চান? কী করতে হবে? কত বেতন?

আরও পড়ুন এবার সিমকার্ড ছাড়াই কথা বলুন, এসে গেল নতুন সিস্টেম