Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

"ট্রেনে টয়লেট হবে বিমানের মত" রেল মন্ত্রীর ঘোষনা

Admin - March 08, 2019 - দেশের নিউজ, ব্রেকিং নিউজ
 "ট্রেনে টয়লেট হবে বিমানের মত" রেল মন্ত্রীর ঘোষনা


রেল মন্ত্রী


টু'ডে বেঙ্গলি নিউজ : বৃহস্পতি বার দিল্লীর সাংবাদিক সন্মেলনে তিনি বলেছিলেন, ডিসেম্বের ২০১৯ থেকে যত ট্রেন দিল্লীতে আসবে সেগুলি সব ইলেকট্রিক হবে।

এমনকি তিনি আরও জানান, আগামী ২.৫ বছরের মধ্যে সমস্ত মেল, এক্সপ্রেস, রাজধানী ট্রেনে,  বায়ো টয়লেট করা হবে সাথে থাকবে এয়ার ভ্যাকুয়াম ক্লিনার সিস্টেম,  যেটা হবে এরোপ্লেনের মত।

এছাড়া তিনি জানান, রেল গুরুত্ব দেবে জ্বালানি বিল কমানোয়, সুরক্ষতায়, ট্রেনের স্পিড বাড়ানোয়।  যার জন্যে ১২,১৩৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবং এ বিষয়ে ক্যাবিনেট থেকে তার ছাড়পত্র ও এসে গেছে।

আরও পড়ুন পাকিস্তানি দের ভিসার সময়সীমা কমিয়ে দিল ট্রাম্প সরকার

প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate