পাকিস্তানি দের ভিসার সময়সীমা কমিয়ে দিল ট্রাম্প সরকার
Admin - March 08, 2019 -
ট্রেন্ডিং ভারত-পাক, ব্রেকিং নিউজ
পাকিস্তানি দের ভিসার সময়সীমা কমিয়ে দিল ট্রাম্প সরকার
টু'ডে বেঙ্গলি নিউজ : পুলওয়ামা অ্যাটার্ক ও ভারতের বিরুদ্ধে F- 16 এর ব্যবহারের ফল পেতে হল ট্রাম্প সরকারের কাছে। এক বিবৃতি তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকায় আগত পাকিস্তানি দের ভিসার সময়সীমা কমিয়ে ১ বছর করা হল। প্রসঙ্গত জানিয়ে রাখি এই সময় সীমা ছিল আগে ৫ বছর।
পুলওয়ামা অ্যাটার্কের পর সারা বিশ্বের কাছে কোন টাসা পাকিস্তান। এখন মিত্র দেশ চীন ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ইরান ও হুমকি দিচ্ছে নিয়মিত সন্ত্রাসী জঙ্গীদের আশ্রয় না দেওয়ার জন্যে। এর মাঝে বালাকোট অ্যাটার্কের পর পাকিস্তান F-16 নিয়ে ভারতের আকাশসীমায় প্রবেশ করে যা, চুক্তির বাইরে। ট্রাম্প সরকার তার সমস্ত জবাবদিহি চেয়েছে। এর মধ্যে গত কালই আমেরিকায় যাওয়া পাকিস্তানিদের ভিসার সময়সীমা কমিয়ে দিল ট্রাম্প সরকার।
আরও পড়ুন : তৎকাল টিকিট কাটার আগে, এই তথ্য গুলি জানা দরকার
আরও পড়ুন : নিজের দেশ সম্পর্কে একি বললেন ইমরান খান! দেখে নিন
টু'ডে বেঙ্গলি নিউজ : পুলওয়ামা অ্যাটার্ক ও ভারতের বিরুদ্ধে F- 16 এর ব্যবহারের ফল পেতে হল ট্রাম্প সরকারের কাছে। এক বিবৃতি তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকায় আগত পাকিস্তানি দের ভিসার সময়সীমা কমিয়ে ১ বছর করা হল। প্রসঙ্গত জানিয়ে রাখি এই সময় সীমা ছিল আগে ৫ বছর।
পুলওয়ামা অ্যাটার্কের পর সারা বিশ্বের কাছে কোন টাসা পাকিস্তান। এখন মিত্র দেশ চীন ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ইরান ও হুমকি দিচ্ছে নিয়মিত সন্ত্রাসী জঙ্গীদের আশ্রয় না দেওয়ার জন্যে। এর মাঝে বালাকোট অ্যাটার্কের পর পাকিস্তান F-16 নিয়ে ভারতের আকাশসীমায় প্রবেশ করে যা, চুক্তির বাইরে। ট্রাম্প সরকার তার সমস্ত জবাবদিহি চেয়েছে। এর মধ্যে গত কালই আমেরিকায় যাওয়া পাকিস্তানিদের ভিসার সময়সীমা কমিয়ে দিল ট্রাম্প সরকার।
আরও পড়ুন : তৎকাল টিকিট কাটার আগে, এই তথ্য গুলি জানা দরকার
আরও পড়ুন : নিজের দেশ সম্পর্কে একি বললেন ইমরান খান! দেখে নিন