Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

পাকিস্তানি দের ভিসার সময়সীমা কমিয়ে দিল ট্রাম্প সরকার

Admin - March 08, 2019 - ট্রেন্ডিং ভারত-পাক, ব্রেকিং নিউজ
পাকিস্তানি দের ভিসার সময়সীমা কমিয়ে দিল ট্রাম্প সরকার


 ট্রাম্প সরকার


টু'ডে বেঙ্গলি নিউজ : পুলওয়ামা অ্যাটার্ক ও ভারতের বিরুদ্ধে F- 16 এর ব্যবহারের ফল পেতে হল ট্রাম্প সরকারের কাছে। এক বিবৃতি তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকায় আগত পাকিস্তানি দের ভিসার সময়সীমা কমিয়ে ১ বছর করা হল। প্রসঙ্গত জানিয়ে রাখি এই সময় সীমা ছিল আগে ৫ বছর।

পুলওয়ামা অ্যাটার্কের পর সারা বিশ্বের কাছে কোন টাসা পাকিস্তান। এখন মিত্র দেশ চীন ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ইরান ও হুমকি দিচ্ছে নিয়মিত সন্ত্রাসী জঙ্গীদের আশ্রয় না দেওয়ার জন্যে। এর মাঝে বালাকোট অ্যাটার্কের পর  পাকিস্তান F-16 নিয়ে ভারতের আকাশসীমায় প্রবেশ করে যা, চুক্তির বাইরে। ট্রাম্প সরকার তার সমস্ত জবাবদিহি চেয়েছে। এর মধ্যে গত কালই আমেরিকায় যাওয়া পাকিস্তানিদের ভিসার সময়সীমা কমিয়ে দিল ট্রাম্প সরকার।

আরও পড়ুন তৎকাল টিকিট কাটার আগে, এই তথ্য গুলি জানা দরকার

আরও পড়ুন নিজের দেশ সম্পর্কে একি বললেন ইমরান খান! দেখে নিন