তৎকাল টিকিট কাটার আগে, এই তথ্য গুলি জানা দরকার
Admin - March 08, 2019 -
অফবিট, ব্রেকিং নিউজ
তৎকাল টিকিট কাটার আগে, এই তথ্য গুলি জানা দরকার
টু'ডে বেঙ্গলি নিউজ : অনেক সময় জরুরি প্রয়োজনে আমাদের তৎকাল টিকিট কাটতে হয়। তাই এই সম্পর্কে কিছু তথ্য আপনার জেনে রাখা ভাল, যেগুলি কাজে দেবে টিকিট কাটার আগে। তৎকাল টিকিট এখন অফলাইনের পাশাপাশি, অনলাইনেও কাটা যাচ্ছে। অফলাইনে যে আগে যাবেন সে তৎকাল পাবেন, এই ভিত্তিতে দেওয়া হয়। ফার্স্ট ক্লাস এসি কামরা ছাড়া, আর সমস্ত ক্লাসের তৎকাল টিকিট দেওয়া হয়।
আরও পড়ুন : রাজ্যের নতুন প্রকল্পে ছাত্র - ছাত্রীদের ১ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে
যে ৫ টি তথ্য অবশ্যই জানা উচিত :
১. তৎকাল টিকিট বাতিল হলে, কোনো কোনো ক্ষেত্রে কিছু টাকা ফেরত দেওয়া হয়।
২. তৎকাল টিকিটে সেকেন্ড ক্লাসের জন্যে ১০ শতাংশ ও অনান্য ক্লাশের জন্যে ৩০ শতাংশ বেশী ভাড়া দিতে হয়।
৩. স্লিপার ক্লাসে টিকিটের দাম, সাধরন টিকিটের থেকে ১০০-২০০ টাকা বেশি হতে পারে।
৪. এসি চেয়ারের ক্ষেত্রে ১২৫ টাকা থেকে ২২৫ টাকা পর্যন্ত হতে পারে।
৫। চাহিদা অনুযায়ী দামের হের ফের হয়েও থাকে এখানে।
আরও পড়ুন : শিশু কে পড়তে শেখাবে, গুগলের নতুন অ্যাপ
টু'ডে বেঙ্গলি নিউজ : অনেক সময় জরুরি প্রয়োজনে আমাদের তৎকাল টিকিট কাটতে হয়। তাই এই সম্পর্কে কিছু তথ্য আপনার জেনে রাখা ভাল, যেগুলি কাজে দেবে টিকিট কাটার আগে। তৎকাল টিকিট এখন অফলাইনের পাশাপাশি, অনলাইনেও কাটা যাচ্ছে। অফলাইনে যে আগে যাবেন সে তৎকাল পাবেন, এই ভিত্তিতে দেওয়া হয়। ফার্স্ট ক্লাস এসি কামরা ছাড়া, আর সমস্ত ক্লাসের তৎকাল টিকিট দেওয়া হয়।
আরও পড়ুন : রাজ্যের নতুন প্রকল্পে ছাত্র - ছাত্রীদের ১ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে
যে ৫ টি তথ্য অবশ্যই জানা উচিত :
১. তৎকাল টিকিট বাতিল হলে, কোনো কোনো ক্ষেত্রে কিছু টাকা ফেরত দেওয়া হয়।
২. তৎকাল টিকিটে সেকেন্ড ক্লাসের জন্যে ১০ শতাংশ ও অনান্য ক্লাশের জন্যে ৩০ শতাংশ বেশী ভাড়া দিতে হয়।
৩. স্লিপার ক্লাসে টিকিটের দাম, সাধরন টিকিটের থেকে ১০০-২০০ টাকা বেশি হতে পারে।
৪. এসি চেয়ারের ক্ষেত্রে ১২৫ টাকা থেকে ২২৫ টাকা পর্যন্ত হতে পারে।
৫। চাহিদা অনুযায়ী দামের হের ফের হয়েও থাকে এখানে।
আরও পড়ুন : শিশু কে পড়তে শেখাবে, গুগলের নতুন অ্যাপ