রাজ্যের নতুন প্রকল্পে ছাত্র - ছাত্রীদের ১ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে
Admin - March 06, 2019 -
এডুকেসন, রাজ্যের নিউজ
রাজ্যের নতুন প্রকল্পে ছাত্র - ছাত্রীদের ১ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে
টু'ডে বেঙ্গলি নিউজ : যুবশ্রী প্রকল্পের পর রাজ্যে আসছে নতুন আরেক টি প্রকল্প। আজ হাওড়ার দাসনগরের জনসভা থেকে বললেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, আগে যুবশ্রী প্রকল্প এনেছি, এবার আরও একটি নতুন প্রকল্প আসতে চলেছে। এই প্রকল্পে যারা রাজ্যের আইটিআই ও টেকনোলজি ইনস্টিটিউট কলেজ থেকে কোর্স পাশ করেছে, তাদের কে ৫০ হাজার থেকে ১ লাখ পর্যন্ত টাকা দেওয়া হবে , তারা যাতে নিজেদের পায়ে দাঁড়ানোর মত কোনো কিছু করতে পারে।
আরও পড়ুন : ভারতরের বীর কামান্ডর অভিনন্দন বর্তমানের ফ্যামিলি, বয়েস, বায়োগ্রাফি
এছাড়া দাশনগরের সভা থেকে তিনি জানালেন, রাজ্যে হিন্দিভাষী দের জন্যে ২ টি হিন্দি বিশ্ববিদ্যালয় তৈরী হবে। তার একটি উত্তরবঙ্গে এবং আরেক টি হবে আসানশোলে।
আরও পড়ুন : প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন রায় সুপ্রিম কোর্টের
আরও পড়ুন : অভিনন্দন বর্তমানের কাহিনি এবার পাঠ্যসূচী তে অর্ন্তভুক্ত হবে, কোন রাজ্যে?
টু'ডে বেঙ্গলি নিউজ : যুবশ্রী প্রকল্পের পর রাজ্যে আসছে নতুন আরেক টি প্রকল্প। আজ হাওড়ার দাসনগরের জনসভা থেকে বললেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, আগে যুবশ্রী প্রকল্প এনেছি, এবার আরও একটি নতুন প্রকল্প আসতে চলেছে। এই প্রকল্পে যারা রাজ্যের আইটিআই ও টেকনোলজি ইনস্টিটিউট কলেজ থেকে কোর্স পাশ করেছে, তাদের কে ৫০ হাজার থেকে ১ লাখ পর্যন্ত টাকা দেওয়া হবে , তারা যাতে নিজেদের পায়ে দাঁড়ানোর মত কোনো কিছু করতে পারে।
আরও পড়ুন : ভারতরের বীর কামান্ডর অভিনন্দন বর্তমানের ফ্যামিলি, বয়েস, বায়োগ্রাফি
এছাড়া দাশনগরের সভা থেকে তিনি জানালেন, রাজ্যে হিন্দিভাষী দের জন্যে ২ টি হিন্দি বিশ্ববিদ্যালয় তৈরী হবে। তার একটি উত্তরবঙ্গে এবং আরেক টি হবে আসানশোলে।
আরও পড়ুন : প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন রায় সুপ্রিম কোর্টের
আরও পড়ুন : অভিনন্দন বর্তমানের কাহিনি এবার পাঠ্যসূচী তে অর্ন্তভুক্ত হবে, কোন রাজ্যে?