Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন রায় সুপ্রিম কোর্টের

Admin - March 06, 2019 - এডুকেসন, রাজ্যের নিউজ
প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন রায় সুপ্রিম কোর্টের


প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন রায়


টু'ডে বেঙ্গলি নিউজ :  রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় স্থিতবস্থার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড় ও হেমন্ত গুপ্তার বেঞ্চ প্রাথমিক নিয়ো ১ এপ্রিল পর্যন্ত স্থিতবস্থার নির্দেশ দেয়।

প্রসঙ্গত ২০১৪ সালে হওয়া পরীক্ষায় সিলেবাস বর্হিভূত প্রশ্নের উত্তরের ভিত্তিতে আবেদন কারীদের বাড়তি নম্বর দিতে হবে, এই নিয়ে কিছু পরীক্ষার্থী আবেদন করেন। কলকাতা হাইকোর্ট সেই রায়ে বলেন, যারা আবেদন করেছিলেন, তারাই বাড়তি নম্বর পাবেন।

 আরও পড়ুন বিরাট কোহেলির আবার বিশ্বরেকর্ড, নতুন পালক যুক্ত হল তার মুকুটে

এর ফলে পরীক্ষার্থীর একাংশ প্রশ্ন তোলেন, নম্বর সবাইকে দিতে হবে। এবং আবার মামলা করেন। সেই মামলা হাইকোর্ট থেকে যায়, সুপ্রিম কোর্টে।  এদিন সুপ্রিম কোর্ট জানায়, আগামী চার সপ্তাহের মধ্যে এ'বিষয়ে জবাব দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদ কে এবং ততদিন পর্যন্ত এই নিয়োগের উপর স্থিতবস্থা জারি থাকবে।

 আরও পড়ুন অবশেষে, হাফিজ সইদের টেরর গ্রুপ ' জামাত-উদ-দায়া কে ব্যান করল পাকিস্তান

 আরও পড়ুন টিভিতে সংবাদ পড়ছেন বিশ্বের প্রথম মহিলা রোবট অ্যাঙ্কর!