৩- ৪ দিনের মধ্যে আবার পুলওয়ামার মত অ্যাটার্ক, সতর্কতা ইন্টেলিজেন্সের
টু'ডে বেঙ্গলি নিউজ : জইশ -ই- মহম্মদ সংগঠন আবারও পুলওয়ামার মত আক্রমনের প্লান করছে আগামী ৩-৪ দিনের মধ্যে সেরকম ই জানিয়ে, সেনাবাহিনী কে সতর্কতা করল ইন্টেলিজেন্স ব্যুরো।
ইন্টিলিজেন্সের মতে, এই নিষিদ্ধ হওয়া সংগঠন টি, খুব তাড়াতাড়ি ভারতের এয়ার স্ট্রাইকের বদলা নিতে পারে এবং দক্ষিন কাশ্মীরের কাজিগুন্ড ও অনন্তনাগ এলাকায় পুলওয়মা পরিকল্পনায় আক্রমন হতে পারে। ইন্টিলিজেন্স এটিও জানিয়েছে, এবার তারা বিস্ফোরনে " টাটা সুমো সাব " গাড়ি ব্যবহার করতে পারে। প্রসঙ্গত, পাকিস্তানের বালাকোটে, ভারতের এয়ার স্ট্রাইকের পর জইশ-ই-মহম্মদ এর একটি বড় জঙ্গী বেস ক্যাম্প ধ্বংশ হয়ে যায়। আর তার ফলেই এরকম আবার পরিকল্পনা, ইন্টেলিজেন্সের মত। এর ফলে সমস্ত নিরাপত্তা রক্ষী বাহিনীকে হাই এলার্ট থাকতে বলা হয়েছে।
আগামীকাল জন্মু তে গ্রেনেড হামলার পরই, ইন্টেলিজেন্সের থেকে সতর্কতা আসে।
আরও পড়ুন : নিজের দেশ সম্পর্কে একি বললেন ইমরান খান! দেখে নিন
আরও পড়ুন : পাকিস্তানি দের ভিসার সময়সীমা কমিয়ে দিল ট্রাম্প সরকার
টু'ডে বেঙ্গলি নিউজ : জইশ -ই- মহম্মদ সংগঠন আবারও পুলওয়ামার মত আক্রমনের প্লান করছে আগামী ৩-৪ দিনের মধ্যে সেরকম ই জানিয়ে, সেনাবাহিনী কে সতর্কতা করল ইন্টেলিজেন্স ব্যুরো।
ইন্টিলিজেন্সের মতে, এই নিষিদ্ধ হওয়া সংগঠন টি, খুব তাড়াতাড়ি ভারতের এয়ার স্ট্রাইকের বদলা নিতে পারে এবং দক্ষিন কাশ্মীরের কাজিগুন্ড ও অনন্তনাগ এলাকায় পুলওয়মা পরিকল্পনায় আক্রমন হতে পারে। ইন্টিলিজেন্স এটিও জানিয়েছে, এবার তারা বিস্ফোরনে " টাটা সুমো সাব " গাড়ি ব্যবহার করতে পারে। প্রসঙ্গত, পাকিস্তানের বালাকোটে, ভারতের এয়ার স্ট্রাইকের পর জইশ-ই-মহম্মদ এর একটি বড় জঙ্গী বেস ক্যাম্প ধ্বংশ হয়ে যায়। আর তার ফলেই এরকম আবার পরিকল্পনা, ইন্টেলিজেন্সের মত। এর ফলে সমস্ত নিরাপত্তা রক্ষী বাহিনীকে হাই এলার্ট থাকতে বলা হয়েছে।
আগামীকাল জন্মু তে গ্রেনেড হামলার পরই, ইন্টেলিজেন্সের থেকে সতর্কতা আসে।
আরও পড়ুন : নিজের দেশ সম্পর্কে একি বললেন ইমরান খান! দেখে নিন
আরও পড়ুন : পাকিস্তানি দের ভিসার সময়সীমা কমিয়ে দিল ট্রাম্প সরকার
NOTHING IS GOING TO BE HAPPENED... ALMOST EVERYTHING IS FAKE EXCEPT THE FACT OUR BROTHERS(CRPF JAWANS) WERE KILLED..
ReplyDelete