Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

রেলের গ্রুপ ডি পরীক্ষায় একজনের ১০০ এর মধ্যে ৮৪৩ নম্বর! রেল জানালো ভুয়ো , প্রমান সহ

Admin - March 06, 2019 - এডুকেসন
রেলের গ্রুপ ডি পরীক্ষায় একজনের ১০০ এর মধ্যে ৮৪৩ নম্বর! রেল জানালো ভুয়ো , প্রমান সহ


রেলের গ্রুপ ডি পরীক্ষা




টু'ডে বেঙ্গলি নিউজ : গত সোমবার রেলের গ্রুপ ডি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। আর তারপর থেকেই বিপত্তি। রেজাল্ট বেরোনোর পর থেকেই এই প্রার্থীর স্কোরকার্ড সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে,  তার বিভিন্ন সময়ে দেখা স্কোর কার্ডে এক একরকম নম্বর,  ১০৯, ১৪৮, ১০২, ১৩০, ৩৫৪ অর্থাৎ প্রার্থীর ১০০ এর মধ্যে এরকম নাম্বার পেয়েছে অর্থাৎ মোট ৮৪৩!

 আরও পড়ুন রাজ্যের নতুন প্রকল্পে ছাত্র - ছাত্রীদের ১ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে

যাই হোক মঙ্গলবার, ভারতীয় রেল বোর্ড নিশ্চিত করে দিয়েছে,  এই স্কোর কার্ড 'মর্ফ' কারা। যারা একটু টেকনোলজি বোঝেন, তারা 'মর্ফ' শব্দটির সাথে পরিচিত। এই পদ্ধতিতে বিভিন্ন ওয়েবসাইটের আর্টিকেল, থেকে শুরু করে ছবি সব বিকৃত করা হয়। রেল বোর্ড থেকে টুইট করে বলা হয়েছে ' একটি প্রার্থীর স্কোর শিট খুব হাই স্কোর এসেছে এবং সেটি ভাইরাল হয়েছে। অনুগ্রহ করে শুনবেন, এটি মর্ফ করা স্কোর শিট। অরিজিনাল স্কোর শিট নীচে দেওয়া হল।  আরও বলা হয়েছে,  প্লিজ ইন্ডিয়ার রেলওয়ে রিক্রুটমেন্ট সিস্টেম নিয়ে কেউ ভ্রান্তি তৈরী করবেন না। "
প্রকাশিত রেলবোর্ডের টুইট নীচে -
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate