Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

প্রয়াত মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর সম্পর্কে ৯ টি তথ্য, যা অবাক করবে আপনাকে

Admin - March 18, 2019 - দেশের নিউজ, ব্রেকিং নিউজ
প্রয়াত মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর সম্পর্কে ৯ টি তথ্য, যা অবাক করবে আপনাকে


মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর


টু'ডে বেঙ্গলি নিউজ : প্রয়াত হলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর।  গতকাল তার বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৬৩ বছর। অনেক দিন ধরে তিনি ক্যানসার রোগে আক্রান্ত ছিলেন। তাঁর মৃত্যুতে ১৮ ই মার্চ ২০১৯ তারিখে রাস্ট্রীয় শোক দিবস ঘোষনা করা হয়েছে।

বিজেপি লিডার মনোহর পারিক্কর ২০১৭ সালের ১৪, মার্চ তিনি শেষ বারের মত গোয়ার মুখ্যমন্ত্রী পদে আসীন হন। এর আগে তিনি ২০০০-২০০২, ২০০২- ২০০৫, এবং ২০১২-২০১৪ এই পদ সামলেছিলেন। এবার জেনে নেই মাননীয় প্রয়াত মুখ্যমন্ত্রী সম্পর্কে কিছু তথ্য -

১। তিনি গোয়ার মাপুসা গ্রামের  সাধরন মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহন করেছিলেন, ১৩ ডিসেম্বর ১৯৫৫ সালে।

২। মনোহর পারিক্কর ভারতের প্রথম মুখ্যমন্ত্রী যিনি  আইআইটি ইঞ্জিনিয়ারিং  পাশ করেছিলেন।

৩। মনোহর পারিক্কর তার রাজনীতি জীবন কলেজ লাইফ থেকে শুরু করেছিলেন RSS দলে যোগদানের মাধ্যমে। এর পর তিনি বিজেপি দলে যোগদান করেন। ১৯৯৪ সালে প্রথম গোয়া থেকে ভোটে লড়েছিলেন।

৫। ২০১৪ সালের পর তিনি মুখ্য মন্ত্রী পদে ইস্তফা দিয়ে ভারতে প্রতিরক্ষা মন্ত্রী হন। এবং 'উরি' অ্যাটার্ক এর পর  প্রথম সার্জিক্যাল স্ট্রাইক  হয় তারই নির্দিশে। ভারতীয় সেনা কে আরও বেশী শক্তিশালী বানাতে, তার অবদান অনেখানি।

আরও পড়ুন বিজেপি কে থামাতে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা TMC কেই ভোট দিতে চায়

৬। প্রচন্ড অসুস্থ অবস্থার মধ্যেও তিনি গোয়ার বিধান সভায় এসে বাজেট পেশ করেছিলেন গত বছর।

৭। তাঁর স্ত্রী  মেধা পারিক্কর ২০০১ সালে তার মত ক্যানসার রোগে আক্রান্ত হয়ে মারা যান।

৮। তিনি কখনও মুখ্যমন্ত্রী হিসেবে সরকারি সহয়তা নেন নি। তিনি নিজের বাড়িতে থাকতেন এবং তার নিজের গাড়িও ছিল। তবে তিনি জনপ্রিয় ছিলেন রিকসায় করে সমস্ত যায়গায় যাওয়ার জন্যে। তিনি সাধরন মানুষের পাবলিক ট্রন্সপোর্টে যাতায়াত করতেন।

৯। মনোহর পারিক্করের দুই ছেলে- উৎপল ও অভিজিৎ পারিক্কর।  কিন্তু তারা কেউই রাজনীতির সাথে যুক্ত নয়।  একজন ইঞ্জিনিয়র ও অন্যজন ব্যবসায়ী।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate

শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।

আরও পড়ুন ATM কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলুন, নয়া সিস্টেম চালু SBI এর
আরও পড়ুন 'ক্ষমতায় এলে মহিলাদের জন্যে সরকারি চাকরী তে ৩৩% সংরক্ষন ' রাহুল গান্ধী
আরও পড়ুন কোনো ইন্টারভিউ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরী, এখুনি আবেদন করুন