Skip to main content

প্রয়াত মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর সম্পর্কে ৯ টি তথ্য, যা অবাক করবে আপনাকে

প্রয়াত মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর সম্পর্কে ৯ টি তথ্য, যা অবাক করবে আপনাকে


মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর


টু'ডে বেঙ্গলি নিউজ : প্রয়াত হলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর।  গতকাল তার বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৬৩ বছর। অনেক দিন ধরে তিনি ক্যানসার রোগে আক্রান্ত ছিলেন। তাঁর মৃত্যুতে ১৮ ই মার্চ ২০১৯ তারিখে রাস্ট্রীয় শোক দিবস ঘোষনা করা হয়েছে।

বিজেপি লিডার মনোহর পারিক্কর ২০১৭ সালের ১৪, মার্চ তিনি শেষ বারের মত গোয়ার মুখ্যমন্ত্রী পদে আসীন হন। এর আগে তিনি ২০০০-২০০২, ২০০২- ২০০৫, এবং ২০১২-২০১৪ এই পদ সামলেছিলেন। এবার জেনে নেই মাননীয় প্রয়াত মুখ্যমন্ত্রী সম্পর্কে কিছু তথ্য -

১। তিনি গোয়ার মাপুসা গ্রামের  সাধরন মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহন করেছিলেন, ১৩ ডিসেম্বর ১৯৫৫ সালে।

২। মনোহর পারিক্কর ভারতের প্রথম মুখ্যমন্ত্রী যিনি  আইআইটি ইঞ্জিনিয়ারিং  পাশ করেছিলেন।

৩। মনোহর পারিক্কর তার রাজনীতি জীবন কলেজ লাইফ থেকে শুরু করেছিলেন RSS দলে যোগদানের মাধ্যমে। এর পর তিনি বিজেপি দলে যোগদান করেন। ১৯৯৪ সালে প্রথম গোয়া থেকে ভোটে লড়েছিলেন।

৫। ২০১৪ সালের পর তিনি মুখ্য মন্ত্রী পদে ইস্তফা দিয়ে ভারতে প্রতিরক্ষা মন্ত্রী হন। এবং 'উরি' অ্যাটার্ক এর পর  প্রথম সার্জিক্যাল স্ট্রাইক  হয় তারই নির্দিশে। ভারতীয় সেনা কে আরও বেশী শক্তিশালী বানাতে, তার অবদান অনেখানি।

আরও পড়ুন বিজেপি কে থামাতে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা TMC কেই ভোট দিতে চায়

৬। প্রচন্ড অসুস্থ অবস্থার মধ্যেও তিনি গোয়ার বিধান সভায় এসে বাজেট পেশ করেছিলেন গত বছর।

৭। তাঁর স্ত্রী  মেধা পারিক্কর ২০০১ সালে তার মত ক্যানসার রোগে আক্রান্ত হয়ে মারা যান।

৮। তিনি কখনও মুখ্যমন্ত্রী হিসেবে সরকারি সহয়তা নেন নি। তিনি নিজের বাড়িতে থাকতেন এবং তার নিজের গাড়িও ছিল। তবে তিনি জনপ্রিয় ছিলেন রিকসায় করে সমস্ত যায়গায় যাওয়ার জন্যে। তিনি সাধরন মানুষের পাবলিক ট্রন্সপোর্টে যাতায়াত করতেন।

৯। মনোহর পারিক্করের দুই ছেলে- উৎপল ও অভিজিৎ পারিক্কর।  কিন্তু তারা কেউই রাজনীতির সাথে যুক্ত নয়।  একজন ইঞ্জিনিয়র ও অন্যজন ব্যবসায়ী।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate

শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।

আরও পড়ুন ATM কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলুন, নয়া সিস্টেম চালু SBI এর
আরও পড়ুন 'ক্ষমতায় এলে মহিলাদের জন্যে সরকারি চাকরী তে ৩৩% সংরক্ষন ' রাহুল গান্ধী
আরও পড়ুন কোনো ইন্টারভিউ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরী, এখুনি আবেদন করুন

Comments

Popular posts from this blog

SSC MTS জব প্রোফাইল, স্যালারি, প্রোমোশন, ডিউটি, পোস্টিং ডিটেইলস

SSC MTS জব প্রোফাইল, স্যালারি, প্রোমোশন, ডিউটি, পোস্টিং ডিটেইলস টু'ডে বেঙ্গলি নিউজ : SSC MTS ( মাল্টি টাস্কিং স্টাফ) নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে আজই। মাধ্যমিক যোগ্যতায় কেন্দ্র সরকারের বিভিন্ন অফিসে এই নিয়োগের মাধ্যমে কর্মী নিয়োগ করা হয়। তো অনেকেই জানতে চান, SSC MTS এর কাজ কী? স্যালারি কত? প্রোমোশন আছে কি নেই! কত সময় ডিউটি করতে হয়? ইত্যাদি ইত্যাদি নানা ধরনের প্রশ্ন। আজ সবকিছু নিন্ম লিখিত পোস্টে আলোচনা করা হল - প্রথমেই বলে রাখি, SSC MTS গ্রুপ ডি লেবেলের চাকরী কিন্তু তার মানে এই নয়, আপনাকে রেলের গ্রুপ ডি দের মত কাজ করতে হবে। এর চাকরীর পোস্টিং যেকোনো স্টেটে  অর্থাৎ আপনি ফর্ম ফিলাপের সময় যে রাজ্যে সিলেক্ট করবেন, সেই রাজ্যেই চাকরী হবে। ট্রান্সফার হলে, ঐ রাজ্যের মধ্যেই কোনো অফিসে ট্রান্সফার করা হয়, অন্য রাজ্যে ট্রান্সফার করে পাঠানো হয় না। SSC MTS চাকরীর নির্দিষ্ট কোনো কাজ নেই। যে ডিপার্টমেন্টে আপনার চাকরী হবে সেখানে আপনার পদ অনুযায়ী যে কাজ থাকবে, সেই কাজই আপনাকে দেওয়া হবে। মূলত যারা কম্পিউটার জানে, তাদের কম্পিউটার রিলেটেড কাজ দেওয়া হয়, আর অন্যদের ফাইল ওয়ার্ক, পেপার ওয়ার্ক, টে

স্টেশন মাস্টার জব প্রোফাইল, প্রমোশন, স্যালারি, কাজ, অনান্য সুযোগ ডিটেইলস

স্টেশন মাস্টার জব প্রোফাইল, প্রমোশন, স্যালারি, কাজ, অনান্য সুযোগ ডিটেইলস Today Bengali News :  'স্টেশন মাস্টার' শব্দটি শুনলেই একটি সাদা পোষাকের মানুষ আর প্লাটফর্মের ছবি চোখের সামনে ভেসে ওঠে। ছাত্র- ছাত্রী রা অনেক দিন থেকেই অপেক্ষা করে আছে, কবে স্টেশন মাস্টার পদের ভ্যাকান্সি বের হবে! NTPC 2019 নিয়োগের মাধ্যমে স্টেশন মাস্টার পোস্টে অনেক শূন্যপদে নিয়োগ হবে। এবার জেনে নেই, এই স্টেশন মাস্টার পদের কাজ কি, স্যালারি, প্রমোশন, কাজের সময়, ছুটি কেমন পাওয়া যায়, সব কিছু ডিটেইলস। আগে পোস্ট টি ছিল ASM অর্থাৎ অ্যাসিস্টান্ট স্টেশন মাস্টার। এবছর, রেল বোর্ড সেটি পরিবর্তন করে SM. অর্থাৎ স্টেশন মাস্টার করে দিয়েছে। এক লাইনে যদি স্টেশন মাস্টারের দায়িত্ব  বলতে হয়,  তাহলে কোনো একটি নির্দিষ্ট স্টেশনের সমস্ত দায়িত্ব তার কাঁধে থাকে। প্লার্টফর্মের ট্রেন পাসিং, সিগন্যালিং  তার মূল দায়িত্ব হলেও, যাত্রীদের সুরক্ষা, কোনো ঝামেলা হলে স্টেশনে, অসুস্থতা বিষয়ক সমস্যা, আরও স্টেশনের অনান্য যাবতীয় বিষয়ের সমস্ত বিষয়ের জন্যে তাকে জবাবদিহি দিতে হয়।  অনেক ছোটো স্টেশন আছে, সেখানে স্টেশন মাস্টার কে মাঝে মাঝে, পা

রেল গ্রুপ ডি মেডিকেল পরীক্ষায় ছেলে ও মেয়েদের কী কী টেস্ট হয়?

রেল গ্রুপ ডি মেডিকেল পরীক্ষায় ছেলে ও মেয়েদের কী কী টেস্ট হয়? Today Bengali News : রেলের গ্রুপ ডি নিয়োগের সবথেকে শেষ ধাপ হল মেডিকেল পরীক্ষা।প্রথমেই বলি, রেলের গ্রুপ ডি তে PET অথার্ৎ 'মাঠ' ক্লিয়ার করা মানেই ৯৯% চাকরী পেয়ে যাওয়া যদি আপনার ডকুমেন্টস সব সঠিক থাকে।  গ্রুপ ডি মেডিকেল থেকে বাদ পড়ে খুব কম ঘটনাই আছে। তবে কিছু জিনিষ আপনি খেয়াল না রাখলে, বাদ পড়তে পারেন। অনেকেই প্রশ্ন করেন, আমার চসমা আছে, আমি কি বাদ পড়ব? এই সব কিছু নিয়ে নীচের  পোস্টে রেলের গ্রুপ ডি মেডিকেল টেস্ট  নিয়ে ডিটেইলসে আলোচিত হল - ১। ডিসটান্স ভিসন টেস্ট :   এটি ছেলে ও মেয়েদের ক্ষেত্রে হয়। আপনাকে ৬ মিটার দূরে বসিয়ে, সামনে বোর্ডে বড়, ছোটো হরফে ইংরাজী লেটার থাকবে। সেগুলি আপনাকে পড়তে হবে। এখানে ৬/১২ লেবেলের লেটার গুলো পড়তে পারলেই কোয়ালিফাই করবেন। নীচের ছবিতে লক্ষ্য করুন - ২। নিয়ার ভিসন টেস্ট ( Near Vision Test)   -  এটিও ছেলেদের ও  মেয়েদের ক্ষেত্রে হবে। এখানে আপনার চোখের খুব কাছাকাছি বোর্ডে বড়,  ছোট হরফে ইংরাজী লেটার থাকবে, সেগুলি পড়তে হবে। নীচের ছবিতে লক্ষ্য করুন- ৩। কালার ব্লাইন্ডনেস টেস্