Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

স্বাস্থ্য দপ্তরে আরও নিয়োগ সম্ভবনা, জানালেন মন্ত্রী

Admin - March 10, 2019 - এডুকেসন, রাজ্যের নিউজ
স্বাস্থ্য দপ্তরে আরও নিয়োগ সম্ভবনা, জানালেন মন্ত্রী


স্বাস্থ্য দপ্তরে


টু'ডে বেঙ্গলি নিউজ : আগামী ৫ বছরে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে আরও নিয়োগ হতে চলেছে, তার ইঙ্গিত দেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।  আগামী পাঁচ বছরে,  রাজ্যে ১০ হাজার ৩৫৭ টি উপ স্বাস্থ্য কেন্দ্রকে সুস্বাস্থ্য কেন্দ্রী উন্নীত করা হবে।স্বাস্থ্য ভবনে এদিন তিনি এই খবর জানান।

এদিন স্বাস্থ্য ভবনে ৪৩০ টি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনের অনুষ্টানের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল ২৬৮ টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও ১৬২ টি উপ স্বাস্থ্য কেন্দ্র। অনুষ্ঠানে তিনি বলেন, প্রতিটি সুস্বাস্থ্যের দায়িত্বে থাকবেন একজন কমিউনিটি হেলথ অফিসার। এবং এই নিয়োগ হবে রাজ্যের কর্মরত নার্স দের মধ্যে থেকে।
প্রসঙ্গত ইতিমধ্যে রাজ্যে পাঁচ হাজারের বেশী নার্স নিয়োগের আবেদন গৃহীত হয়েছে। এবং এই কমিউনিটি হেলথ অফিসার নিয়োগে কিছু নার্স চলে গেল আবার প্রয়োজনে রাজ্যে নার্স নিয়োগ করা হবে।

প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate 

আজকের  নিউজ : 

আরও পড়ুন রাজ্যের পর্যটন দপ্তরে চাকরীর বিজ্ঞপ্তি
আরও পড়ুন সেনাবাহিনীর টুপি তে বিরাট কোহলি রা, আইসিসিএর কাছে পাকিস্তান
আরও পড়ুন ভোটের প্রচারে সেনাবাহিনীর ছবি ব্যবহার করা যাবে না, নির্দেশ নির্বাচন কমিশনের