নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ১৬ বছরের কিশোরী
Admin - March 15, 2019 -
ব্রেকিং নিউজ
নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ১৬ বছরের কিশোরী
টু'ডে বেঙ্গলি নিউজ : সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার প্রাপক মালালা ইউসুফজাই এর পর এই ১৬ বছরের মেয়েটিই নোবেল শান্তি পুরস্কারের জন্যে মনোনীত হয়েছেন। সুইডেন বাসী মেয়েটির নাম গ্রেটা থুনবার্গ। জলবায়ুর পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলনের জন্যে নরওয়ের জনপ্রতিনিধিরাই ষোড়ষী গ্রেটা থুনবার্গ কেই মনোনীত করেছেন।
জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এই কিশোরী মেয়েটি আন্দোলন চালিয়ে যাচ্ছে। তার সাথে আছে, সমস্ত স্কুল পড়ুয়া রা। এই আন্দোলনের জন্যে তিনি স্কুল ফাঁকি দিতেই প্রস্তুত হয়ে যান। ২০১৮ সালে আগস্ট মাসে গ্রেটা থুনবার্গ জলবায়ুর পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। নিজেই বাইক চালিয়ে, ব্যানার হাতেই পৌঁছে যান, সুইডেনের পার্লামেন্টে। ব্যানারে লেখা " স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট"
তার এই আন্দোলন #Fridayforfuture নামে পরিচিতি পায় এবং আস্তে আস্তে সেটা ৮৮ টির বেশী দেশে ছড়িয়ে পড়ে।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate
শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।
আরও পড়ুন : ভোটে ঝামেলা, অভিযোগ? থাকছে কমিশনের মোবাইল অ্যাপ ও টোল ফ্রী নম্বর
আরও পড়ুন : 'ক্ষমতায় এলে মহিলাদের জন্যে সরকারি চাকরী তে ৩৩% সংরক্ষন ' রাহুল গান্ধী
টু'ডে বেঙ্গলি নিউজ : সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার প্রাপক মালালা ইউসুফজাই এর পর এই ১৬ বছরের মেয়েটিই নোবেল শান্তি পুরস্কারের জন্যে মনোনীত হয়েছেন। সুইডেন বাসী মেয়েটির নাম গ্রেটা থুনবার্গ। জলবায়ুর পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলনের জন্যে নরওয়ের জনপ্রতিনিধিরাই ষোড়ষী গ্রেটা থুনবার্গ কেই মনোনীত করেছেন।
জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এই কিশোরী মেয়েটি আন্দোলন চালিয়ে যাচ্ছে। তার সাথে আছে, সমস্ত স্কুল পড়ুয়া রা। এই আন্দোলনের জন্যে তিনি স্কুল ফাঁকি দিতেই প্রস্তুত হয়ে যান। ২০১৮ সালে আগস্ট মাসে গ্রেটা থুনবার্গ জলবায়ুর পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। নিজেই বাইক চালিয়ে, ব্যানার হাতেই পৌঁছে যান, সুইডেনের পার্লামেন্টে। ব্যানারে লেখা " স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট"
তার এই আন্দোলন #Fridayforfuture নামে পরিচিতি পায় এবং আস্তে আস্তে সেটা ৮৮ টির বেশী দেশে ছড়িয়ে পড়ে।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate
শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।
আরও পড়ুন : ভোটে ঝামেলা, অভিযোগ? থাকছে কমিশনের মোবাইল অ্যাপ ও টোল ফ্রী নম্বর
আরও পড়ুন : 'ক্ষমতায় এলে মহিলাদের জন্যে সরকারি চাকরী তে ৩৩% সংরক্ষন ' রাহুল গান্ধী