১৫৭ জন কে নিয়ে বিমান ভেঙে পড়ল- ব্রেকিং নিউজ
টু'ডে বেঙ্গলি নিউজ : ১৪৯ জন প্যাসেঞ্জার ও ৮ জন কেবিন ক্রিু নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি বিমান ভেঙে পড়ল। বিমান টি নাইরোবি তে যাচ্ছিল। নাইরোবির রাজধানী, আদিস আবাবা থেকে ৬২ কিমি দক্ষিনে বিশফটু শহরের কাছেই ভেঙে পড়ল ফ্লাইট ET 302 । বিমান টির এয়ারপোর্টে ঢোকার কথা ছিল সকাল ৮ বেজে ৩৮ মিনিটে লোকাল সময় অনুসারে। কিন্তু কিছু সময় আগেই বিমান টি যোগাযোগ হারিয়ে ফেলে কন্ট্রোল টাওয়ারের সাথে।
সে দেশের রাস্ট্রপতি, বিমানের সমস্ত যাত্রীদের পরিবারের প্রতি টুইটারে শোক প্রকাশ করেছেন এবং অনুসন্ধান ও উদ্ধার কাজ চলছে। তবে এখনও সঠিক হতাহতের সংখ্যা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নেই।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate
আজকের নিউজ :
আরও পড়ুন : হোয়াটসঅ্যাপ বাংলা ভাষায় ব্যবহার করবেন কি করে?
আরও পড়ুন : রাজ্যের পর্যটন দপ্তরে চাকরীর বিজ্ঞপ্তি
আরও পড়ুন : সেনাবাহিনীর টুপি তে বিরাট কোহলি রা, আইসিসিএর কাছে পাকিস্তান
আরও পড়ুন : ভোটের প্রচারে সেনাবাহিনীর ছবি ব্যবহার করা যাবে না, নির্দেশ নির্বাচন কমিশনের
টু'ডে বেঙ্গলি নিউজ : ১৪৯ জন প্যাসেঞ্জার ও ৮ জন কেবিন ক্রিু নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি বিমান ভেঙে পড়ল। বিমান টি নাইরোবি তে যাচ্ছিল। নাইরোবির রাজধানী, আদিস আবাবা থেকে ৬২ কিমি দক্ষিনে বিশফটু শহরের কাছেই ভেঙে পড়ল ফ্লাইট ET 302 । বিমান টির এয়ারপোর্টে ঢোকার কথা ছিল সকাল ৮ বেজে ৩৮ মিনিটে লোকাল সময় অনুসারে। কিন্তু কিছু সময় আগেই বিমান টি যোগাযোগ হারিয়ে ফেলে কন্ট্রোল টাওয়ারের সাথে।
সে দেশের রাস্ট্রপতি, বিমানের সমস্ত যাত্রীদের পরিবারের প্রতি টুইটারে শোক প্রকাশ করেছেন এবং অনুসন্ধান ও উদ্ধার কাজ চলছে। তবে এখনও সঠিক হতাহতের সংখ্যা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নেই।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate
আজকের নিউজ :
আরও পড়ুন : হোয়াটসঅ্যাপ বাংলা ভাষায় ব্যবহার করবেন কি করে?
আরও পড়ুন : রাজ্যের পর্যটন দপ্তরে চাকরীর বিজ্ঞপ্তি
আরও পড়ুন : সেনাবাহিনীর টুপি তে বিরাট কোহলি রা, আইসিসিএর কাছে পাকিস্তান
আরও পড়ুন : ভোটের প্রচারে সেনাবাহিনীর ছবি ব্যবহার করা যাবে না, নির্দেশ নির্বাচন কমিশনের
Comments
Post a Comment