Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

কবে মুক্তি পাচ্ছে নরেন্দ্র মোদীর বায়োপিক?

Admin - March 16, 2019 - ট্রেন্ডিং লোকসভা ভোট, বিনোদন
কবে মুক্তি পাচ্ছে নরেন্দ্র মোদীর বায়োপিক? 


Credit : বিবেক ওবেরয়ের

টু'ডে বেঙ্গলি নিউজ : লোকসভার ভোটের মধ্যে মুক্তি পাচ্ছে ওমাঙ্গ কুমার পরিচালিত নরেন্দ্র মোদীর বায়োপিক 'পিএম নরেন্দ্র মোদী'। বলিউড ট্রেড অ্যানালিসিস তারন আদর্শ জানিয়েছেন, বায়োপিক টি মুক্তি পাবে ১২ এপ্রিল। ২০১৯। এই নিয়ে তিনি টুইটারে একটি পোস্ট ও করেন। সেখানে লিখেছেন, ' পিএম নরেন্দ্র মোদী মুক্তি পাচ্ছে ১২ এপ্রিল ২০১৯। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিবেক ওবেরয়। পরিচালনা ওমুঙ্গ কুমার। এবছর জানুয়ারী তে শুটিং শুরু হয়েছিল এবং সিনেমার শুটিং হয়েছে গুজরাট, মহারাস্ট্র, উত্তরাখন্ডে।   '
টুইটারে এই ঘোষনা করতেই বিবেক ওবেরয়ের নাম টুইটার ট্রেন্ড লিস্টে চলে আসে।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate

শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।

আরও পড়ুন ভোটে ঝামেলা, অভিযোগ? থাকছে কমিশনের মোবাইল অ্যাপ ও টোল ফ্রী নম্বর
আরও পড়ুন 'ক্ষমতায় এলে মহিলাদের জন্যে সরকারি চাকরী তে ৩৩% সংরক্ষন ' রাহুল গান্ধী