Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

ভোটের জন্যে কি SSC নিয়োগ বন্ধ থাকবে? কি বলল কমিশন?

Admin - March 12, 2019 - এডুকেসন, ব্রেকিং নিউজ
ভোটের জন্যে কি SSC নিয়োগ বন্ধ থাকবে? কি বলল কমিশন?




টু'ডে বেঙ্গলি নিউজ : নির্বাচন কমিশন লোকসভা ভোটের দিন ঘোষনা করতেই,  এসএসসি প্রার্থীদের মনে নতুন আশঙ্কা তৈরী হয়েছে।  স্কুল সার্ভিস কমিশন যে কাউন্সিলিং এর তারিখ প্রকাশ করেছিল,  সেটি পিছিয়ে যাবে ন তো! কিন্তু সে বিষয়ে স্কুল সার্ভিস কমিশন নিশ্চিত করে দিয়েছে, ভোটের জন্যে কাউন্সিলিং এর কোনো প্রভাব পড়বে না।
কারন, ভোটের দিন প্রকাশ করার অনেক আগেই এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এবং এ বিষয়ে নির্বাচন কমিশন কে ইতি মধ্যেই চিঠি পাঠিয়েছে স্কুল সার্ভিস কমিশন।  এবং নির্বাচন কমিশন থেকে তার ইতিবাচক ইঙ্গিত এসেছে বলেই স্কুল সার্ভিস কমিশন সূত্রের খবর।

প্রসঙ্গত গত শুক্রবার স্কুল সার্ভিস কমিশন থেকে কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি দেওয়া হয়। নমব- দশম ওয়েটিং লিস্ট ও একাদশ - দ্বাদশ শ্রেনীর প্রার্থীদের কাউন্সিলিং চলবে ১৯ শে মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate

আরও পড়ুন " শান্তি পুর্ন নির্বাচন চাই " আজ সর্বদলীয় বৈঠকে পার্থ চট্টোপাধ্যায়
আরও পড়ুন  সেনাবাহিনীর টুপি তে বিরাট কোহলি রা, আইসিসিএর কাছে পাকিস্তান
আরও পড়ুন ভোটের প্রচারে সেনাবাহিনীর ছবি ব্যবহার করা যাবে না, নির্দেশ নির্বাচন কমিশনের