Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

১০৭২ শূন্যপদে হেড কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন

Admin - April 18, 2019 - Central Job, Defence Job, Job, Latest Job, চাকরীর খবর, ব্রেকিং নিউজ
১০৭২ শূন্যপদে হেড কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন


১০৭২ শূন্যপদে হেড কনস্টেবল



Today Bengali News :  কেন্দ্র সরকারের বর্ডার সিকিউরিটি ফোর্সে ( BSF) হেড কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। চাকরী [ Job ]  হবে, রেডিও অপারেটর ও রেডিও মেকানিক পদে। চাকরীর ডিটেইলস [ Job Details]  নিন্মলিখিত -
  • শূন্যপদ -  ১০৭২ টি ( রেডিও অপারেটর - ৩০০, রেডিও মেকানিক - ৭৭২)। 
  • যোগ্যতা - স্বীকৃত মাধ্যমিক পাশ ও নির্দিষ্ট ট্রেডে ITI  অথবা, উচ্চমাধ্যমিক পাশ ( ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথস)
  • বয়সসীমা - ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। SC/ST  ও অনান্যরা নির্দিষ্ট নিয়ামানুযায়ী বয়েসের ছাড় পাবেন।
  • আবেদন ফী - ১০০ টাকা। এসসি/এসটি ও অনান্যদের ফী লাগবে না। আবেদন ফী জমা দিতে পারবেন Credit / Debit Card,  ইন্টারনেট ব্যাঙ্কিং, ভীম অ্যাপের মাধ্যমে।
লেটেস্ট জব এলার্ট সহ দিনের সেরা খবর পেতে ফেসবুকে যুক্ত হন ক্লিক করুন।

কিছু গুরুত্বপূর্ন সাম্ভব্য তারিখ নিন্মলিখিত :
  • অনলাইন আবেদন শুরু - ১৪/০৫/২০১৯
  • আবেদনের শেষ তারিখ - ১২/০৬/২০১৯
  • স্ক্রিন টেস্ট পরীক্ষা - ২৮/০৭/২০১৯
  • PSC,  PET & ডকুমেনসন - ০৯/১০/২০১৯
  • ডেস্ক্রাইব লিখিত পরীক্ষা - ২৪/১১/২০১৯
  • ফাইনাল মেডিকেল পরীক্ষা - ৩০/০১/২০২০
অনলাইন আবেদন [ Online Application]  করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। আবেদন শুরু হবে ১৪-০৫-২০১৯ তারিখ থেকে।


আরও পড়ুন মাধ্যমিক পাশে ১০ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি আসছে এপ্রিলেই, বয়সসীমা, ডিটেইলস
আরও পড়ুন ৮৯০৪ শূন্যপদে ক্লার্ক নিয়োগ, আবেদন করুন অনলাইনে আজ থেকে