Skip to main content

ভোটার তালিকায় নিজের নাম আছে তো? এখুনি নিজেই অনলাইনে দেখে নিন

ভোটার তালিকায় নিজের নাম আছে তো? এখুনি নিজেই অনলাইনে দেখে নিন


ভোটার তালিকায় নিজের নাম


Today Bengali News : শুরু হয়ে গেল গনতন্ত্রের সবথেকে বড় উৎসব লোকসভা নির্বাচন ( Lok Shaba Election 2019)।  আজ থেকে নির্বাচন চলবে ১৯ মে অবধি। ভোট দেওয়া নাগরিকদের প্রাথমিক অধিকার। কিন্তু আপনার নাম ভোটার তালিকায় আছে তো? কোনো কারনে বাদ পড়ে যায় নি তো! চিন্তার কারন নেই, নিজেই অনলাইনে দেখে নিন, আপনার নাম ভোটার তালিকায় [Voter List] আছে কিনা ।

অনলাইনে ভোটার তালিকায় নিজের নাম কিভাবে দেখবেন?

  • প্রথমে আপনাকে যেতে হবে ন্যাসেনাল ভোটার সার্ভিস পোর্টালে ( NVPS)।  তারপর নির্বাচনী সার্চ পেজে ক্লিক করবেন। ক্লিক করুন এখানে।
  • এবার আপনি দুটি উপায়ে আপনার নাম চেক করতে পারবেন। EPIC অর্থাৎ ইলেক্ট্রোরাল ফোটো আইডি নাম্বার ব্যবহার করে অথবা, আপনার নাম ও ডিটেইলস দিয়ে।

EPIC নম্বর ব্যবহার করে কিভাবে দেখবেন?

  • NVSP ওয়েবসাইটে  এই লিঙ্কে ক্লিক করুন।
  • 'Search By EPIC No. ' সিলেক্ট করুন।
  • আপনার EPIC নম্বর বসিয়ে ড্রপ ডাউন মেনু থেকে আপনার রাজ্য সিলেক্ট করে ' সার্চ' বাটনে প্রেস করুন।
  • আপনার নাম যদি ভোটার তালিকায় থাকে, তবে দেখতে পাবেন। আর যদি না থাকে তাহলে কোনো কিছু দেখাবে না।
আরও পড়ুন  গুগল সেলিব্রেট করছে লোকসভা ভোট

EPIC  নম্বর ছাড়া আপনার ডিটেইলস দিয়ে কিভাবে দেখবেন?

  • NVSP ওয়েবসাইটে গিয়ে এই লিঙ্কে ক্লিক করুন।
  • 'Search By Details' সিলেক্ট করুন।
  • আপনার নিজের নাম, বয়স, লিঙ্গ, বিধানসভা সহ, আরও কিছু তথ্য যেগুলি চাইছে, সেগুলো দিন। তারপর 'Search' বাটনে ক্লিক করুন।
  • ভোটার তালিকায় নিজের নাম থাকলে আপনি, এখানে নাম দেখতে পাবেন। আর তালিকায় না থাকলে, কিছু দেখাবে না।

মনে রাখবেন, ভোটার কার্ডে যে নামের বানান আছে, সেই বানান দিয়ে   সার্চ করতে হবে। নইলে সার্চ রেজাল্টে আপনার নাম নাও আসতে পারে। এছাড়া আপনি EPIC নম্বর ব্যবহার করতে পারেন।
বি:দ্র : গুরুত্বপূর্ন পোস্টটি নীচের শেয়ার বাটনে ক্লিক করে হোয়াটসঅ্যাপে শেয়ার করুন।

Comments

Popular posts from this blog

দ্বিতীয় দফার রাজ্যে ৮০ শতাংশ বুথে থাকবে, কেন্দ্রীয় বাহিনী

দ্বিতীয় দফার রাজ্যে ৮০ শতাংশ বুথে থাকবে, কেন্দ্রীয় বাহিনী Today Bengali News : ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী চাই, সেই নিয়ে বার বার সরব হয়েছে, বিরোধীরা থেকে ভোট কর্মীরা। প্রথম দফায় ৫১ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল। এবং প্রথমে ঠিক হয়েছিল দ্বিতীয় দফায় রাজ্যের তিনটি লোকসভা [ Loksabha Election 2019] বুথে ৫৫ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী দেবে নির্বাচন কমিশন। কিন্তু পরে সিদ্ধান্ত বদলে হয়, ৮০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী থাকবে দ্বিতীয় দফার ভোটে। দ্বিতীয় দফায় আছে তিনটি লোকসভা কেন্দ্র। প্রায় ৫৩৯০ টি বুথের ৮০ শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। তাই রাজ্যে আসতে চলেছে, ১৯৪ কোম্পানীর কেন্দ্রীয় বাহিনী। সেই সাথে সব বুথে থাকবে সিসিটিভি, ওয়েবকাস্টিং, ভিডিওগ্রাফি[Videography], মাইক্রো অবজারভার।

ছবি তুলেই 'অ্যাপে' আপলোড করলেই মিলবে উত্তর

#বাংলার প্রথম শর্ট নিউজ ব্লগ নিউজ ডেস্ক : এবার অঙ্কের সমাধান এক নিমেষে। শুধু ছবি তুলেই অ্যাপলিকেশনে আপলোড করলেই মিলবে সাথে সাথে উত্তর। শুধু অঙ্কের সমাধান নয়, NCERT,  JEE, IIT, NEET সমস্ত পরীক্ষার সলিউশন মিলবে একটি অ্যাপেই। সাথে থাকবে ভিডিও সলিউশন ও পিডিএফ মেটেরিয়ালস। অ্যাপটির নাম Doubtnut, যেটি প্লে স্টোরে ১০ মিলিয়নের উপর ইনস্টল করা হয়েছে। এমন কি যারা চাকুরী প্রার্থী তারাও পাবে ম্যাথস সহ বিভিন্ন বিষয়ের সলভ এক নিমেষে। ৬ লাখের বেশী ভিডিও সলিউশন আছে অ্যাপটির মধ্যে।  Doubtnut App টি ইনস্টল করতে, আপনার ফোনের প্লে স্টোরে যান, সার্চ এ 'Doubtnut'  লিখে সার্চ করুন এবং ইনস্টল করুন আপনার ফোনে। 

SSC MTS জব প্রোফাইল, স্যালারি, প্রোমোশন, ডিউটি, পোস্টিং ডিটেইলস

SSC MTS জব প্রোফাইল, স্যালারি, প্রোমোশন, ডিউটি, পোস্টিং ডিটেইলস টু'ডে বেঙ্গলি নিউজ : SSC MTS ( মাল্টি টাস্কিং স্টাফ) নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে আজই। মাধ্যমিক যোগ্যতায় কেন্দ্র সরকারের বিভিন্ন অফিসে এই নিয়োগের মাধ্যমে কর্মী নিয়োগ করা হয়। তো অনেকেই জানতে চান, SSC MTS এর কাজ কী? স্যালারি কত? প্রোমোশন আছে কি নেই! কত সময় ডিউটি করতে হয়? ইত্যাদি ইত্যাদি নানা ধরনের প্রশ্ন। আজ সবকিছু নিন্ম লিখিত পোস্টে আলোচনা করা হল - প্রথমেই বলে রাখি, SSC MTS গ্রুপ ডি লেবেলের চাকরী কিন্তু তার মানে এই নয়, আপনাকে রেলের গ্রুপ ডি দের মত কাজ করতে হবে। এর চাকরীর পোস্টিং যেকোনো স্টেটে  অর্থাৎ আপনি ফর্ম ফিলাপের সময় যে রাজ্যে সিলেক্ট করবেন, সেই রাজ্যেই চাকরী হবে। ট্রান্সফার হলে, ঐ রাজ্যের মধ্যেই কোনো অফিসে ট্রান্সফার করা হয়, অন্য রাজ্যে ট্রান্সফার করে পাঠানো হয় না। SSC MTS চাকরীর নির্দিষ্ট কোনো কাজ নেই। যে ডিপার্টমেন্টে আপনার চাকরী হবে সেখানে আপনার পদ অনুযায়ী যে কাজ থাকবে, সেই কাজই আপনাকে দেওয়া হবে। মূলত যারা কম্পিউটার জানে, তাদের কম্পিউটার রিলেটেড কাজ দেওয়া হয়, আর অন্যদের ফাইল ওয়ার্ক, পেপার ওয়ার্ক, টে