হায়দ্রাবাদে ট্যাক্সির উপরে IPL এর লাইভ স্কোর দেখাচ্ছে ড্রাইভার, ICC অবিভূত
Admin - April 08, 2019 -
IPL, IPL 2019, Trending Sports, ট্রেন্ডিং স্পোর্টস, ব্রেকিং নিউজ
হায়দ্রাবাদে ট্যাক্সির উপরে IPL এর লাইভ স্কোর দেখাচ্ছে ড্রাইভার, ICC অবিভূত
Today Bengali News : 'ক্রিকেট' [IPL Cricket] যে কতটা আবেগ ভারতীয় দের কাছে, তার প্রমান পেল হায়দ্রাবাদ। 'দাদা, স্কোর কত হল? ' কথাটা, আপনি হয়তো বাস, ট্রেনে, ট্রামে, সবজায়গায় শুনে থাকবেন। গত দিন চেন্নাই ও পাঞ্জাব ম্যাচের সময় পথ চলতি মানুষের জন্যে হায়দ্রাবাদের রাস্তায় এক ট্যাক্সি ড্রাইভার তার উপরে বড় স্ক্রিন বোর্ডে IPL এর স্কোর দেখাল। ট্যাক্সি যেখানে যাচ্ছে, সবাই স্কোর দেখতে পাচ্ছে।
আরও পড়ুন : যাত্রীদের বিনা খরচায় চিকিৎসা পরিষেবা দেবে রেল
IPL নিয়ে দিন দিন মানুষের মধ্যে উদ্দীপনা বাড়ছে। হাজার হাজার মানুষ প্রতিদিন স্টেডিয়ামে খেলা দেখছে, যারা যেতে পারছে না, তারা বাড়িতে বসে, টিভি তে, ফোনে লাইভ স্ট্রিম দেখছে। কেউ ওয়েবসাইটে নিয়মিক স্কোর আপডেট দেখছে।
কিন্তু পথচলতি মানুষ ?
এরকম ট্যাক্সিতে স্কোর আপডেট পেয়ে, অনেকেই অবাক আবার খুশি ও। এই ট্যাক্সি প্রথম দেখতে পেয়ে সোশাল মিডিয়াতে পোস্ট করে এক 'রেডিট' ইউজার। মুহুর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। আর ICC এর কাছে এই ছবি পৌঁছে যেতে সাথে সাথে ICC তাদের অফিসিয়াল টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে লেখে " When Cricket is life "।
Today Bengali News : 'ক্রিকেট' [IPL Cricket] যে কতটা আবেগ ভারতীয় দের কাছে, তার প্রমান পেল হায়দ্রাবাদ। 'দাদা, স্কোর কত হল? ' কথাটা, আপনি হয়তো বাস, ট্রেনে, ট্রামে, সবজায়গায় শুনে থাকবেন। গত দিন চেন্নাই ও পাঞ্জাব ম্যাচের সময় পথ চলতি মানুষের জন্যে হায়দ্রাবাদের রাস্তায় এক ট্যাক্সি ড্রাইভার তার উপরে বড় স্ক্রিন বোর্ডে IPL এর স্কোর দেখাল। ট্যাক্সি যেখানে যাচ্ছে, সবাই স্কোর দেখতে পাচ্ছে।
আরও পড়ুন : যাত্রীদের বিনা খরচায় চিকিৎসা পরিষেবা দেবে রেল
IPL নিয়ে দিন দিন মানুষের মধ্যে উদ্দীপনা বাড়ছে। হাজার হাজার মানুষ প্রতিদিন স্টেডিয়ামে খেলা দেখছে, যারা যেতে পারছে না, তারা বাড়িতে বসে, টিভি তে, ফোনে লাইভ স্ট্রিম দেখছে। কেউ ওয়েবসাইটে নিয়মিক স্কোর আপডেট দেখছে।
কিন্তু পথচলতি মানুষ ?
এরকম ট্যাক্সিতে স্কোর আপডেট পেয়ে, অনেকেই অবাক আবার খুশি ও। এই ট্যাক্সি প্রথম দেখতে পেয়ে সোশাল মিডিয়াতে পোস্ট করে এক 'রেডিট' ইউজার। মুহুর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। আর ICC এর কাছে এই ছবি পৌঁছে যেতে সাথে সাথে ICC তাদের অফিসিয়াল টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে লেখে " When Cricket is life "।
When cricket is life 😄❤— ICC (@ICC) April 7, 2019
(via r/india) pic.twitter.com/ZZLSCkmXmV