Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

ভারতীয় ফুটবল থেকে নাম তুলে নিতে যাচ্ছে আই লীগ চাম্পিয়নরা - Today Bengali News

Admin - April 06, 2019 - ট্রেন্ডিং স্পোর্টস, ব্রেকিং নিউজ
ভারতীয় ফুটবল থেকে নাম তুলে নিতে যাচ্ছে  আই লীগ চাম্পিয়নরা - Today Bengali News


মিনার্ভা পাঞ্জাব



Today Bengali News :   ভারতীয় ফুটবল ফেডারেশনার সাথে মনোমালিন্যে এবার ভারতীয় ফুটবল থেকে নাম সরিয়ে নিতে চলেছে ২০১৭-১৮ মরসুমের আই লীগ ( I - Leauge)  চ্যাম্পিয়ন মিনার্ভা পাঞ্জাব। ২০১৭-১৮ তেই  আই লীগে প্রবেশ করে মিনার্ভা পাঞ্জাব এবং প্রথম বারেই চ্যাম্পিয়ন হয়। এবছর ও তারা ভালো খেলে। কিন্তু সম্প্রতি ভারতীয় ফুটবলের ভবিষৎ নিয়ে ফুটবল ফেডেরাশনের ( Football Fedaration)  দারস্ত হয় আই লীগের ক্লাব গুলো। কিন্তু ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেলের পক্ষথেকে কোনো উত্তর না আসায় অনেক ক্লাব বয়কট শুরু করে।

মিনার্ভা পাঞ্জাবের মালিক রঞ্জিত বাজাজ, এক টুইটে লেখেন, তাদের দল তুলে নেওয়ার জন্যে দায়ী থাকবে AIFF এবং মার্কেটিং পার্টনার। ভারতীয় ফুটবল কে মেরে ফেলছে তারা, বলে মনে করছে মিনার্ভা পাঞ্জাবের ম্যানেজমেন্ট।

আরও পড়ুন  যাত্রীদের বিনা খরচায় চিকিৎসা পরিষেবা দেবে রেল

প্রসঙ্গত,  I - Leauge চ্যাম্পিয়ন হওয়ার দরুন তাদের AFC কাপ খেলার কথা ছিল। তারা অনুরোধ করেছিল, ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে তাদের প্রথম খেলা রাখার জন্যে। কিন্তু তাদের সেই অনুরোধ রাখা হয় নি। আর এর জন্য তারা দায়ী করছে, ফেডারেশন ও মার্কেটিং পার্টনার কে।