"আগামী দু'মাসের মধ্যে টেট উত্তীর্ন প্রার্থীদের সার্টিফেকেট দিতে হবে" - নির্দেশ হাইকোর্টের
Admin - April 08, 2019 -
Education, Primary TET, TET News, এডুকেসন, ব্রেকিং নিউজ
"আগামী দু'মাসের মধ্যে টেট উত্তীর্ন প্রার্থীদের সার্টিফেকেট দিতে হবে" - নির্দেশ হাইকোর্টের
Today Bengali News : আজ প্রাথমিক টেট মামলায় গুরুত্বপূর্ন রায় দিল হাইকোর্ট। টেট উত্তীর্ন ( Primary TET) প্রার্থীদের ন্যায্য অধিকারের দাবি মেনে নির্দেশ আদালতের।
আজ কলতাতা হাইকোর্টের ১১ এজলাসে, বিচারপতি সমাপ্তি রয় বলেন, আগামী দু'মাসের মধ্যে সমস্ত টেট উত্তীর্ন প্রার্থীকে শংসা পত্র দিতে হবে। এবং এটিও স্পর্ষ্ট বলেছেন, টেট উত্তীর্ন রা শিক্ষক নিয়োগে ডাক পাবেন। সফলদের ইন্টাভিউ তে ডাকতে হবে। এবং এই শংসাপত্রের মেয়াদ থাকবে দু'বছর।
আরও পড়ুন : " ইন্টারনেট অনেক সাহয্য করেছে " বললেন UPSC তৃতীয় স্থানকারী জুনেদ আহমেদ
প্রসঙ্গত, ২০১৫ সালে যে টেট পরীক্ষা [ TET Examination 2015] হয়, সেই পরীক্ষায় যারা টেট পাশ করেও চাকরী পায়নি, তাদের শংসা পত্র দেওয়া হচ্ছিল না। তারফলে পরীক্ষার্থীরা আদলতে মামলা করে। আজ ছিল তার চুড়ান্ত শুনানি। এবং হাইকোর্টের রায় গেল প্রাথমিক পরীক্ষার্থীদের পক্ষেই।
Today Bengali News : আজ প্রাথমিক টেট মামলায় গুরুত্বপূর্ন রায় দিল হাইকোর্ট। টেট উত্তীর্ন ( Primary TET) প্রার্থীদের ন্যায্য অধিকারের দাবি মেনে নির্দেশ আদালতের।
আজ কলতাতা হাইকোর্টের ১১ এজলাসে, বিচারপতি সমাপ্তি রয় বলেন, আগামী দু'মাসের মধ্যে সমস্ত টেট উত্তীর্ন প্রার্থীকে শংসা পত্র দিতে হবে। এবং এটিও স্পর্ষ্ট বলেছেন, টেট উত্তীর্ন রা শিক্ষক নিয়োগে ডাক পাবেন। সফলদের ইন্টাভিউ তে ডাকতে হবে। এবং এই শংসাপত্রের মেয়াদ থাকবে দু'বছর।
আরও পড়ুন : " ইন্টারনেট অনেক সাহয্য করেছে " বললেন UPSC তৃতীয় স্থানকারী জুনেদ আহমেদ
প্রসঙ্গত, ২০১৫ সালে যে টেট পরীক্ষা [ TET Examination 2015] হয়, সেই পরীক্ষায় যারা টেট পাশ করেও চাকরী পায়নি, তাদের শংসা পত্র দেওয়া হচ্ছিল না। তারফলে পরীক্ষার্থীরা আদলতে মামলা করে। আজ ছিল তার চুড়ান্ত শুনানি। এবং হাইকোর্টের রায় গেল প্রাথমিক পরীক্ষার্থীদের পক্ষেই।
