Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

" ইন্টারনেট অনেক সাহয্য করেছে " বললেন UPSC তৃতীয় স্থানকারী জুনেদ আহমেদ

Admin - April 06, 2019 - Education, এডুকেসন, দেশের নিউজ, ব্রেকিং নিউজ
" ইন্টারনেট অনেক সাহয্য করেছে " বললেন UPSC তৃতীয় স্থানকারী জুনেদ আহমেদ


UPSC তৃতীয় স্থানকারী জুনেদ আহমেদ

Today Bengali News : UPSC পরীক্ষার ২০১৮ এর ফাইনাল রেজাল্ট প্রকাশ হয়ে গেছে। এবার মোট ৭৫৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৫৭৭ জন ছেলে এবং ১৮২ জন মেয়ে। UPSC 2018 পরীক্ষায় তৃতীয় স্থান অধিকারী করেছে জুনেদ আহমেদ এবং তার কথায় কোচিং ক্লাস ছাড়াও তার সাফল্যের জন্যে ইন্টারনেট কে ধন্যবাদ দিতে চান, কারন ইন্টারনেটে অনেক তথ্য হাতের মুঠোয় পাওয়া যায়।

তিনি বলেন, " আমাকে সিনিয়র রা কিছু বই সাজেস্ট করেছিল, যেগুলি মূল 'বেস' তৈরী করতে সাহয্য করেছিল।  কিন্তু ইন্টারনেট ও আপনাকে অনেক সাহয্য করতে পারে। কারন অনলাইনে সব কিছু তথ্য আপনি পেয়ে যাবে। আমি সিলেক্ট হব জানতাম, কিন্তু তৃতীয় হব এটি কখনও ভাবিনি। "

আরও পড়ুন  যাত্রীদের বিনা খরচায় চিকিৎসা পরিষেবা দেবে রেল

উত্তরপ্রদেশের নাগিনা শহরে বাড়ি জুনেদ আহমেদ প্রতিদিন ৫-৬ ঘন্টা নিয়মিত পড়াশুনা করতেন UPSC প্রস্তুতির জন্যে। তার বাবা একজন আইনজীবি এবং মা হাউসওয়াইফ। এছাড়া তার এক বিবাহিতা দিদি ও দু'জন ছোটো ভাই বোন আছে।এছাড়া জুনেদ আহমেদ ২০১৬ এর শেষ থেকে IRS ( ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস) এ অফিসার ট্রেনি হিসেবে কাজ করছেন।
পোস্ট টি শেয়ার করুন