SSC GD কনস্টেবল পরীক্ষার রেজাল্ট কবে? তারিখ প্রকাশ হল
Admin - April 06, 2019 -
Education, এডুকেসন, ব্রেকিং নিউজ
SSC GD কনস্টেবল পরীক্ষার রেজাল্ট কবে? তারিখ প্রকাশ হল
Today Bengali News : স্টাফ সিলেকশন কমিশন, SSC GD কনস্টেবল পরীক্ষার ফল প্রকাশের ( SSC GD Constable Result 2019) তারিখ প্রকাশ করল। ৩১ মে ২০১৯, তারিখে SSC এর অফিসিয়াল ওয়েবসাইটে GD কনস্টেবল পরীক্ষার ফল প্রকাশ হবে। যারা SSC GD কনস্টেবল পরীক্ষা দিয়েছিলেন, তারা ওই নির্দিষ্ট তারিখে ssc.nic.in সাইটে গিয়ে নিজেদের রেজাল্ট দেখতে পাবেন।
প্রসঙ্গত, এবার প্রায় ১৮ দিন, ফ্রেব্রুয়ারী থেকে ১৮ মার্চ ২০১৯, তারিখ পর্যন্ত SSC GD Constable পরীক্ষা হয়েছিল। প্রায় ৫৮, ৩৭৩ পদে নিয়োগের জন্যে এই পরীক্ষা নেওয়া হয়। প্রার্থীরা তাদের নাম, রোল নাম্বার, ক্যাটিগরি ব্যবহার করে তাদের পরীক্ষার ফল দেখতে পাবে।
আরও পড়ুন : UPSC টপার কনিষ্ক কাটরিয়া, সাফল্যের জন্যে তার গার্লফ্রেন্ড কে ধন্যবাদ করলেন
যারা কম্পিউটার বেসড পরীক্ষায় পাশ করবে, তাদের পরবর্তী পরীক্ষা PET এবং PST ( ফিজিক্যাল স্টান্ডার্ড টেস্ট) পরীক্ষার জন্যে ডাকা হবে। সবশেষে হবে মেডিকেল পরীক্ষা। এখানে মনে রাখবেন, ফাইনাল রেজাল্ট তৈরী হবে লিখিত পরীক্ষার নম্বর, PET, PST এর উপর ভিত্তি করে।
Today Bengali News : স্টাফ সিলেকশন কমিশন, SSC GD কনস্টেবল পরীক্ষার ফল প্রকাশের ( SSC GD Constable Result 2019) তারিখ প্রকাশ করল। ৩১ মে ২০১৯, তারিখে SSC এর অফিসিয়াল ওয়েবসাইটে GD কনস্টেবল পরীক্ষার ফল প্রকাশ হবে। যারা SSC GD কনস্টেবল পরীক্ষা দিয়েছিলেন, তারা ওই নির্দিষ্ট তারিখে ssc.nic.in সাইটে গিয়ে নিজেদের রেজাল্ট দেখতে পাবেন।
প্রসঙ্গত, এবার প্রায় ১৮ দিন, ফ্রেব্রুয়ারী থেকে ১৮ মার্চ ২০১৯, তারিখ পর্যন্ত SSC GD Constable পরীক্ষা হয়েছিল। প্রায় ৫৮, ৩৭৩ পদে নিয়োগের জন্যে এই পরীক্ষা নেওয়া হয়। প্রার্থীরা তাদের নাম, রোল নাম্বার, ক্যাটিগরি ব্যবহার করে তাদের পরীক্ষার ফল দেখতে পাবে।
আরও পড়ুন : UPSC টপার কনিষ্ক কাটরিয়া, সাফল্যের জন্যে তার গার্লফ্রেন্ড কে ধন্যবাদ করলেন
যারা কম্পিউটার বেসড পরীক্ষায় পাশ করবে, তাদের পরবর্তী পরীক্ষা PET এবং PST ( ফিজিক্যাল স্টান্ডার্ড টেস্ট) পরীক্ষার জন্যে ডাকা হবে। সবশেষে হবে মেডিকেল পরীক্ষা। এখানে মনে রাখবেন, ফাইনাল রেজাল্ট তৈরী হবে লিখিত পরীক্ষার নম্বর, PET, PST এর উপর ভিত্তি করে।