Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

UPSC টপার কনিষ্ক কাটরিয়া, সাফল্যের জন্যে তার গার্লফ্রেন্ড কে ধন্যবাদ করলেন

Admin - April 06, 2019 - Education, এডুকেসন, ব্রেকিং নিউজ
 UPSC  টপার কনিষ্ক কাটরিয়া, সাফল্যের জন্যে তার গার্লফ্রেন্ড কে ধন্যবাদ করলেন

 UPSC  টপার


Today Bengali News : এই মনে হয় প্রথম, কোনো UPSC পরীক্ষার টপার তার 1st Rank করার জন্যে,  বাবা - মায়ের সাথে তার গার্লফ্রেন্ডের অবদানের কথা বললেন। সিভিল সার্ভিস পরীক্ষায় এবারের  প্রথম  কনিষ্ক কাটরিয়া,  IIT বোম্বে থেকে B.Tech করেন, এবং গত বছর সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন।

গতকাল একটি টুইটে তিনি লেখেন, " এটি খুবই একটি আশ্চর্যজনক মুহুর্ত। আমি কখনও ভাবি নি যে আমি প্রথম হব। আমার এই সাফল্যের পিছনে, আমার বাবা, মা, বোন এবং গার্লফ্রেন্ডের অনেক সাপোর্ট আছে। জনগন আমার থেকে একটি ভাল প্রশাসক চায়, আমি সেটি পুরন করার চেষ্টা করব। "



কনিষ্ক কাটরিয়া SC ক্যাটিগরি প্রার্থী এবং তার অপসনাল বিষয় ছিল ম্যাথমেটিক্স।  এবং তিনি Computer Science & Engineering এ বি.টেক করেছিলেন IIT বোম্বে থেকে।

UPSC আরও প্রকাশ করেছেন, এবার মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন শ্রুস্তি জায়েন্ত দেশমুখ। এবং সবার মধ্যে পঞ্চম স্থান পেয়েছেন। UPSC আরও জানায় এবার মোট ৭৫৯ জন প্রার্থী ( ৫৭৭ জন পুরুষ ও ১৮২ মহিলা) নির্বাচিত হয়েছেন IAS, IPS, IFS নিয়োগের জন্যে।

আরও পড়ুন  যাত্রীদের বিনা খরচায় চিকিৎসা পরিষেবা দেবে রেল