জেনে নিন,ভারতের প্রথম নিশাচর চিড়িয়াখানা, দিনের আলোতেও অন্ধকার এখানে
Admin - April 13, 2019 -
India, দেশের নিউজ, ব্রেকিং নিউজ
জেনে নিন,ভারতের প্রথম নিশাচর চিড়িয়াখানা, দিনের আলোতেও অন্ধকার এখানে
Today Bengali News : চিড়িয়াখানা [Zoo], অভায়ারন্যে তো অনেক ঘুরেছেন, কিন্তু কখনোও মনে হয়েছে- দিনের বেলাতে ও হাঁটতে গিয়ে, রাতের গহন অন্ধকারে হেঁটে চলেছেন? হ্যাঁ ঠিকই শুনছেন, এই দেশের প্রথম নিশাচর চিড়িয়াখানা হল [ India's First Nocturnal Zoo] হল গুজরাটের 'কঙ্কারিয়া' [ Kankaria]. সম্প্রতি জানা গিয়েছে, এই চিড়িয়াখানার বার্ষিক আয় [ Yearly Income] , ৩ কোটি টাকা।
আরও পড়ুন : আজকের সেরা হেডলাইন গুলি 13.042019
শুধু তাই নয়, আপনি আবার রাতের বেলা এই চিড়িয়াখানা তে গেলে, মনে করবেন দিনের ঝকঝকে আলোতে ঘুরছে। ২০১৭ সালে এই চিড়িয়াখানা নির্মিত হয়। দোতলা এই চিড়িয়াখানায় দিনের বেলায় রাতের পরিবেশ তৈরী করার জন্যে বিশেষ ভাে নকশা তৈরী করা হয়েছে। অভিনব এই চিড়িয়াখানা তৈরী করতে খরচ হয়েছিল ১৭ কোটি টাকা।
কঙ্কারিয়া চিড়িয়াখানায় মূলত নিশাচর প্রানীরাই থাকে। যেমন, পেঁচা, হায়না, শজারু, জঙ্গলের বিড়াল ইত্যাদি। বায়ু চলাচলের জন্যে এখানে একটি জিওথার্মাল ( Geothermal) ব্যবস্থা করা আছে।
বি:দ্র: পোস্টটি শেয়ার করুন বন্ধু পরিজন দের
Today Bengali News : চিড়িয়াখানা [Zoo], অভায়ারন্যে তো অনেক ঘুরেছেন, কিন্তু কখনোও মনে হয়েছে- দিনের বেলাতে ও হাঁটতে গিয়ে, রাতের গহন অন্ধকারে হেঁটে চলেছেন? হ্যাঁ ঠিকই শুনছেন, এই দেশের প্রথম নিশাচর চিড়িয়াখানা হল [ India's First Nocturnal Zoo] হল গুজরাটের 'কঙ্কারিয়া' [ Kankaria]. সম্প্রতি জানা গিয়েছে, এই চিড়িয়াখানার বার্ষিক আয় [ Yearly Income] , ৩ কোটি টাকা।
আরও পড়ুন : আজকের সেরা হেডলাইন গুলি 13.042019
শুধু তাই নয়, আপনি আবার রাতের বেলা এই চিড়িয়াখানা তে গেলে, মনে করবেন দিনের ঝকঝকে আলোতে ঘুরছে। ২০১৭ সালে এই চিড়িয়াখানা নির্মিত হয়। দোতলা এই চিড়িয়াখানায় দিনের বেলায় রাতের পরিবেশ তৈরী করার জন্যে বিশেষ ভাে নকশা তৈরী করা হয়েছে। অভিনব এই চিড়িয়াখানা তৈরী করতে খরচ হয়েছিল ১৭ কোটি টাকা।
কঙ্কারিয়া চিড়িয়াখানায় মূলত নিশাচর প্রানীরাই থাকে। যেমন, পেঁচা, হায়না, শজারু, জঙ্গলের বিড়াল ইত্যাদি। বায়ু চলাচলের জন্যে এখানে একটি জিওথার্মাল ( Geothermal) ব্যবস্থা করা আছে।
বি:দ্র: পোস্টটি শেয়ার করুন বন্ধু পরিজন দের