রাজ্য সরকারের দুটি প্রকল্প রাস্ট্রপুঞ্জ থেকে পুরস্কার পেয়েছে, ফেসবুকে জানালেন মুখ্যমন্ত্রী
Admin - April 12, 2019 -
West Bengal, ব্রেকিং নিউজ, রাজ্যের নিউজ
রাজ্য সরকারের দুটি প্রকল্প রাস্ট্রপুঞ্জ থেকে পুরস্কার পেয়েছে, ফেসবুকে জানালেন মুখ্যমন্ত্রী
Today Bengali News : কন্যাশ্রীর পর বিশ্বের দরবারে আবার সাফল্য বাংলার। রাস্ট্রপুঞ্জের অতি সন্মানীয় পুরস্কার 'ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি' উন্নয়ন মূলক পেল রাজ্যের দুটি প্রকল্প।প্রকল্প দু'টি হল - উৎকর্ষ বাংলা ও সবুজ সাথী প্রকল্প।
এদিন ফেসবুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, " আপনাদের সাথে অতি আনন্দের একটি খবর শেয়ার করতে চাই। রাস্ট্রপুঞ্জের সন্মানীয় পুরস্কার ' ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি' দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকার কে - উৎকর্ষ বাংলা ও সবুজসাথী প্রকল্পের জন্যে। "
আরও পড়ুন : ভোটার তালিকায় নিজের নাম আছে তো? এখুনি নিজেই অনলাইনে দেখে নিন
প্রসঙ্গত, উৎকর্ষ বাংলা প্রকল্প হল পড়ুয়াদের এমন ভাবে তৈরী করা, তারা যাতে পড়া শেষে বিভিন্ন সংস্থায় যোগ দেওয়ার জন্যে প্রস্তুত থাকে। এবং সবুজ সাথী প্রকল্প হল রাজ্যের বিভিন্ন সরকারী ও মাদ্রাসা স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেনীর ছাত্র-ছাত্রী দের সাইকেল দেওয়া। মোট ১০৬২ টি মনোনোয়ন জমা পড়েছিল সারা বিশ্বথেকে। তারমধ্যে প্রথম হয়েছে 'উৎকর্ষ বাংলা ' প্রকল্প।
আরও পড়ুন : মাসুদ কে ব্যান করতে চাপ বাড়াল আমেরিকা,ব্রিটেন ও ফ্রান্স, অনড় চীন
Today Bengali News : কন্যাশ্রীর পর বিশ্বের দরবারে আবার সাফল্য বাংলার। রাস্ট্রপুঞ্জের অতি সন্মানীয় পুরস্কার 'ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি' উন্নয়ন মূলক পেল রাজ্যের দুটি প্রকল্প।প্রকল্প দু'টি হল - উৎকর্ষ বাংলা ও সবুজ সাথী প্রকল্প।
এদিন ফেসবুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, " আপনাদের সাথে অতি আনন্দের একটি খবর শেয়ার করতে চাই। রাস্ট্রপুঞ্জের সন্মানীয় পুরস্কার ' ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি' দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকার কে - উৎকর্ষ বাংলা ও সবুজসাথী প্রকল্পের জন্যে। "
আরও পড়ুন : ভোটার তালিকায় নিজের নাম আছে তো? এখুনি নিজেই অনলাইনে দেখে নিন
প্রসঙ্গত, উৎকর্ষ বাংলা প্রকল্প হল পড়ুয়াদের এমন ভাবে তৈরী করা, তারা যাতে পড়া শেষে বিভিন্ন সংস্থায় যোগ দেওয়ার জন্যে প্রস্তুত থাকে। এবং সবুজ সাথী প্রকল্প হল রাজ্যের বিভিন্ন সরকারী ও মাদ্রাসা স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেনীর ছাত্র-ছাত্রী দের সাইকেল দেওয়া। মোট ১০৬২ টি মনোনোয়ন জমা পড়েছিল সারা বিশ্বথেকে। তারমধ্যে প্রথম হয়েছে 'উৎকর্ষ বাংলা ' প্রকল্প।
আরও পড়ুন : মাসুদ কে ব্যান করতে চাপ বাড়াল আমেরিকা,ব্রিটেন ও ফ্রান্স, অনড় চীন