Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

CTET ২০১৯ অ্যাপলিকেশন ইমেজ সংশোধন, অ্যাডমিট কবে থেকে দেবে?

Admin - May 04, 2019 - CTET, Education, এডুকেসন, ব্রেকিং নিউজ
CTET ২০১৯ অ্যাপলিকেশন ইমেজ সংশোধন, অ্যাডমিট কবে থেকে দেবে?





Today Bengali News : যে সমস্ত প্রার্থীরা CTET পরীক্ষার আবেদন করেছিলেন তাদের জন্যে ইমেজ কারেকসান অর্থাৎ ছবির সংশোধন করা সুবিধা দিল সেন্ট্রাল প্রাইমারী বোর্ড। যদি সেসময় ছবি দিতে ভুল হয়, বা নতুন সাম্প্রতিক ছবি দিতে চান, তাহলে প্রার্থীরা তাদের ইমেজ সংশোধন করতে পারবেন। লিঙ্ক নীচে দেওয়া হল।  CTET পরীক্ষা অনুষ্টিত হবে ৭ জুলাই ২০১৯.


ইমেজ ও সিগনেচার গাইডলাইন :

  • JPG/JPEG ফ্যরমাটের স্ক্যান ফোটোগ্রাফ দিতে হবে।
  • সাইজ হতে হবে ১০ কেবি থেকে ১০০ কেবি।
  • 3.5cm ( width) x 4.5 cm height
  • সিগনেচার স্ক্যান সাইজ ৩ কেবি থেকে ৩০ কেবি।
  • সিগনেচার ইমেজ ডাইমেনসান 3.5cm ( length) x 1.5 cm ( heaight)

নীচে দেওয়া লিঙ্কে গিয়ে প্রার্থীরা লগ ইন করে ইমেজ কারেকসান করতে পারবেন।

CTET 2019 Admit Card খুব তাড়াতাড়ি প্রকাশ করবে CBSE বোর্ড। বোর্ড সূত্র অনুযায়ী CTET অ্যাডমিট কার্ড প্রকাশ হতে পারে ১৫ জুন ২০১৯ তারিখে।

CTET অ্যাপলিকেশন ইমেজ কারেকসন লিঙ্ক : Click Here