Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

অষ্টমশ্রেনী ও মাধ্যমিক যোগ্যতায় রাজ্যে নতুন চাকরীর বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু

Admin - April 23, 2019 - Job, Latest Job, WB Govts Job, চাকরীর খবর, ব্রেকিং নিউজ
অষ্টমশ্রেনী ও মাধ্যমিক যোগ্যতায় রাজ্যে নতুন চাকরীর বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু

চাকরী



Today Bengali News : ডিস্ট্রিক জর্জ কোর্ট [ District Judge Court Job] , দার্জিলিং বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি বের করেছে। বিজ্ঞপ্তি নং - 103/E.  চাকরী হবে LDC ( লোয়ার ডিভিশন ক্লার্ক),  প্রসেস সার্ভার, নাইট গার্ড, ফরাস, কর্মবন্ধু পদে।
  • মোট শূন্যপদ - ৫৪ টি।  ( LDC - ৩১ টি, প্রসেস সার্ভার - ৫ টি, গ্রুপ ডি - ১৮ টি)
  • বয়সীমা - ০১/০১/২০১৯ তারিখ অনুসারে ১৮ থেকে ৪০ বছর। এসসি / এসটি ও অনান্যরা নির্দিষ্ট নিয়ামানুযায়ী বয়েসের ছাড় পাবেন।
  • আবেদন ফী - LDC পদের জন্যে ৪০০/- টাকা। এসসি /এসটি দের ২৫০ টাকা। এবং প্রসেস সার্ভার ও গ্রুপ ডি পদ গুলোর জন্যে ৩০০ টাকা।  এসসি /এসটি দের জন্যে ২০০/- টাকা।
আবেদন ফী জমা দিতে পারবেন অনলাইনে, Credit / Debit Card, নেট ব্যাঙ্কিং, UPI পেমেন্ট,  Mobile Wallet এর মাধ্যমে।


যোগ্যতা :
  • LDC পদের জন্যে আপনার যোগ্যতা মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ এবং সাথে কম্পিউটার নলেজ।
  • প্রসেস সার্ভার পদের জন্যে মাধ্যমিক পাশ ও সাথে কম্পিউটার নলেজ যোগ্যতা লাগবে।
  • নাইট গার্ড, ফরাস, কর্মবন্ধু পদের জন্যে অষ্টম শ্রেনী পাশ হলেই হবে।

সিলেবাস :

LDC পদের সিলেবাস -

PHASE – I
i) Written Examination for Screening:
Paper I --100 marks- 1 hour
(General Knowledge, General English
Comprehension), Arithmetic.
ii) Paper II – 100 marks – 2 hours
English, General Knowledge, Arithmetic,
English Comprehension and Translation
(Bangla/Nepali) to English or vice versa,
Framing of Sentences.
PHASE II
Iii a) Computer Literacy Test- Marks -75
iii)b) Personal interview-25 Marks

প্রসেস সার্ভার সিলেবাস -

PHASE - I
i) Written Examination for Screening:
Paper I --100 marks- 1 hour
(General Knowledge, General English
Comprehension), Arithmetic.
ii) Paper II – 100 marks – 2 hours
English, General Knowledge, Arithmetic,
English Comprehension and Translation
(Bangla/Nepali) to English or vice versa,
Framing of Sentences.
PHASE II
Iii a) Computer Literacy Test- Marks -75
iii)b) Personal interview-25 Marks

গ্রুপ ডি পদের সিলেবাস -

PHASE I
i) Written Examination- 75 marks – 2
hours
English, General Knowledge, Arithmetic,
English Comprehension and Translation
(Bangla/Nepali) to English or vice versa,
Framing of Sentences.
PHASE II
ii) interview-25 marks

কিভাবে আবেদন করবেন?

আবেদন করতে হবে অনলাইনে।  আবেদন শুরু হয়ে গেছে। আবেদন চলবে ২২/০৫/২০১৯ পর্যন্ত। মনে রাখবেন, গ্রাজুয়েট রা, গ্রুপ ডি পোস্ট [ Group D Job]  গুলি অর্থাৎ নাইট গার্ড, ফরাস, কর্মবন্ধু পদের জন্যে আবেদন করতে পারবেন না।

অফিসিয়াল নোটিস ডাউনলোড ক্লিক করুন।

কিভাবে আবেদন করবেন ক্লিক করুন।

অনলাইনে আবেদন ক্লিক করুন।

অফিসায়াল ওয়েবসাইট ক্লিক করুন।