Skip to main content

অষ্টমশ্রেনী ও মাধ্যমিক যোগ্যতায় রাজ্যে নতুন চাকরীর বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু

অষ্টমশ্রেনী ও মাধ্যমিক যোগ্যতায় রাজ্যে নতুন চাকরীর বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু

চাকরী



Today Bengali News : ডিস্ট্রিক জর্জ কোর্ট [ District Judge Court Job] , দার্জিলিং বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি বের করেছে। বিজ্ঞপ্তি নং - 103/E.  চাকরী হবে LDC ( লোয়ার ডিভিশন ক্লার্ক),  প্রসেস সার্ভার, নাইট গার্ড, ফরাস, কর্মবন্ধু পদে।
  • মোট শূন্যপদ - ৫৪ টি।  ( LDC - ৩১ টি, প্রসেস সার্ভার - ৫ টি, গ্রুপ ডি - ১৮ টি)
  • বয়সীমা - ০১/০১/২০১৯ তারিখ অনুসারে ১৮ থেকে ৪০ বছর। এসসি / এসটি ও অনান্যরা নির্দিষ্ট নিয়ামানুযায়ী বয়েসের ছাড় পাবেন।
  • আবেদন ফী - LDC পদের জন্যে ৪০০/- টাকা। এসসি /এসটি দের ২৫০ টাকা। এবং প্রসেস সার্ভার ও গ্রুপ ডি পদ গুলোর জন্যে ৩০০ টাকা।  এসসি /এসটি দের জন্যে ২০০/- টাকা।
আবেদন ফী জমা দিতে পারবেন অনলাইনে, Credit / Debit Card, নেট ব্যাঙ্কিং, UPI পেমেন্ট,  Mobile Wallet এর মাধ্যমে।


যোগ্যতা :
  • LDC পদের জন্যে আপনার যোগ্যতা মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ এবং সাথে কম্পিউটার নলেজ।
  • প্রসেস সার্ভার পদের জন্যে মাধ্যমিক পাশ ও সাথে কম্পিউটার নলেজ যোগ্যতা লাগবে।
  • নাইট গার্ড, ফরাস, কর্মবন্ধু পদের জন্যে অষ্টম শ্রেনী পাশ হলেই হবে।

সিলেবাস :

LDC পদের সিলেবাস -

PHASE – I
i) Written Examination for Screening:
Paper I --100 marks- 1 hour
(General Knowledge, General English
Comprehension), Arithmetic.
ii) Paper II – 100 marks – 2 hours
English, General Knowledge, Arithmetic,
English Comprehension and Translation
(Bangla/Nepali) to English or vice versa,
Framing of Sentences.
PHASE II
Iii a) Computer Literacy Test- Marks -75
iii)b) Personal interview-25 Marks

প্রসেস সার্ভার সিলেবাস -

PHASE - I
i) Written Examination for Screening:
Paper I --100 marks- 1 hour
(General Knowledge, General English
Comprehension), Arithmetic.
ii) Paper II – 100 marks – 2 hours
English, General Knowledge, Arithmetic,
English Comprehension and Translation
(Bangla/Nepali) to English or vice versa,
Framing of Sentences.
PHASE II
Iii a) Computer Literacy Test- Marks -75
iii)b) Personal interview-25 Marks

গ্রুপ ডি পদের সিলেবাস -

PHASE I
i) Written Examination- 75 marks – 2
hours
English, General Knowledge, Arithmetic,
English Comprehension and Translation
(Bangla/Nepali) to English or vice versa,
Framing of Sentences.
PHASE II
ii) interview-25 marks

কিভাবে আবেদন করবেন?

আবেদন করতে হবে অনলাইনে।  আবেদন শুরু হয়ে গেছে। আবেদন চলবে ২২/০৫/২০১৯ পর্যন্ত। মনে রাখবেন, গ্রাজুয়েট রা, গ্রুপ ডি পোস্ট [ Group D Job]  গুলি অর্থাৎ নাইট গার্ড, ফরাস, কর্মবন্ধু পদের জন্যে আবেদন করতে পারবেন না।

অফিসিয়াল নোটিস ডাউনলোড ক্লিক করুন।

কিভাবে আবেদন করবেন ক্লিক করুন।

অনলাইনে আবেদন ক্লিক করুন।

অফিসায়াল ওয়েবসাইট ক্লিক করুন।

Comments

Popular posts from this blog

দ্বিতীয় দফার রাজ্যে ৮০ শতাংশ বুথে থাকবে, কেন্দ্রীয় বাহিনী

দ্বিতীয় দফার রাজ্যে ৮০ শতাংশ বুথে থাকবে, কেন্দ্রীয় বাহিনী Today Bengali News : ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী চাই, সেই নিয়ে বার বার সরব হয়েছে, বিরোধীরা থেকে ভোট কর্মীরা। প্রথম দফায় ৫১ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল। এবং প্রথমে ঠিক হয়েছিল দ্বিতীয় দফায় রাজ্যের তিনটি লোকসভা [ Loksabha Election 2019] বুথে ৫৫ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী দেবে নির্বাচন কমিশন। কিন্তু পরে সিদ্ধান্ত বদলে হয়, ৮০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী থাকবে দ্বিতীয় দফার ভোটে। দ্বিতীয় দফায় আছে তিনটি লোকসভা কেন্দ্র। প্রায় ৫৩৯০ টি বুথের ৮০ শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। তাই রাজ্যে আসতে চলেছে, ১৯৪ কোম্পানীর কেন্দ্রীয় বাহিনী। সেই সাথে সব বুথে থাকবে সিসিটিভি, ওয়েবকাস্টিং, ভিডিওগ্রাফি[Videography], মাইক্রো অবজারভার।

ছবি তুলেই 'অ্যাপে' আপলোড করলেই মিলবে উত্তর

#বাংলার প্রথম শর্ট নিউজ ব্লগ নিউজ ডেস্ক : এবার অঙ্কের সমাধান এক নিমেষে। শুধু ছবি তুলেই অ্যাপলিকেশনে আপলোড করলেই মিলবে সাথে সাথে উত্তর। শুধু অঙ্কের সমাধান নয়, NCERT,  JEE, IIT, NEET সমস্ত পরীক্ষার সলিউশন মিলবে একটি অ্যাপেই। সাথে থাকবে ভিডিও সলিউশন ও পিডিএফ মেটেরিয়ালস। অ্যাপটির নাম Doubtnut, যেটি প্লে স্টোরে ১০ মিলিয়নের উপর ইনস্টল করা হয়েছে। এমন কি যারা চাকুরী প্রার্থী তারাও পাবে ম্যাথস সহ বিভিন্ন বিষয়ের সলভ এক নিমেষে। ৬ লাখের বেশী ভিডিও সলিউশন আছে অ্যাপটির মধ্যে।  Doubtnut App টি ইনস্টল করতে, আপনার ফোনের প্লে স্টোরে যান, সার্চ এ 'Doubtnut'  লিখে সার্চ করুন এবং ইনস্টল করুন আপনার ফোনে। 

SSC MTS জব প্রোফাইল, স্যালারি, প্রোমোশন, ডিউটি, পোস্টিং ডিটেইলস

SSC MTS জব প্রোফাইল, স্যালারি, প্রোমোশন, ডিউটি, পোস্টিং ডিটেইলস টু'ডে বেঙ্গলি নিউজ : SSC MTS ( মাল্টি টাস্কিং স্টাফ) নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে আজই। মাধ্যমিক যোগ্যতায় কেন্দ্র সরকারের বিভিন্ন অফিসে এই নিয়োগের মাধ্যমে কর্মী নিয়োগ করা হয়। তো অনেকেই জানতে চান, SSC MTS এর কাজ কী? স্যালারি কত? প্রোমোশন আছে কি নেই! কত সময় ডিউটি করতে হয়? ইত্যাদি ইত্যাদি নানা ধরনের প্রশ্ন। আজ সবকিছু নিন্ম লিখিত পোস্টে আলোচনা করা হল - প্রথমেই বলে রাখি, SSC MTS গ্রুপ ডি লেবেলের চাকরী কিন্তু তার মানে এই নয়, আপনাকে রেলের গ্রুপ ডি দের মত কাজ করতে হবে। এর চাকরীর পোস্টিং যেকোনো স্টেটে  অর্থাৎ আপনি ফর্ম ফিলাপের সময় যে রাজ্যে সিলেক্ট করবেন, সেই রাজ্যেই চাকরী হবে। ট্রান্সফার হলে, ঐ রাজ্যের মধ্যেই কোনো অফিসে ট্রান্সফার করা হয়, অন্য রাজ্যে ট্রান্সফার করে পাঠানো হয় না। SSC MTS চাকরীর নির্দিষ্ট কোনো কাজ নেই। যে ডিপার্টমেন্টে আপনার চাকরী হবে সেখানে আপনার পদ অনুযায়ী যে কাজ থাকবে, সেই কাজই আপনাকে দেওয়া হবে। মূলত যারা কম্পিউটার জানে, তাদের কম্পিউটার রিলেটেড কাজ দেওয়া হয়, আর অন্যদের ফাইল ওয়ার্ক, পেপার ওয়ার্ক, টে